টিম ইন্ডিয়াকে উজ্জীবিত করলেন নরেন্দ্র মোদী!
ভারতীয় দল তখন সবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ হেরে ড্রেসিং রুমে ফিরেছে। সকলেই মর্মাহত । এমন সময় সাজঘরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সাথে সঙ্গী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতের সব ক্রিকেটারের সঙ্গে হাত মেলান মোদী। রোহিতদের উজ্জীবিত করার চেষ্টা করেন।দিলেন দিল্লিতে আসার নিমন্ত্রণও ।
মঙ্গলবার প্রকাশ্যে এল ভারতের সাজঘরে মোদীর পুরো ভিডিয়ো। সেখানে তিনি রোহিত এবং বিরাটকে তাঁর দু’পাশে নিয়ে হাত ধরে রয়েছেন। ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ এখন রোহিত আর বিরাট। তাঁদের কাঁধে চেপেই এ বারের বিশ্বকাপে এগিয়ে যাচ্ছিল ভারত। সেই দুই ক্রিকেটারের হাতে হাত রেখে মোদী বললেন, “ ১০টা ম্যাচ জিতে এসেছ। একটা ম্যাচে এমন হতেই পারে।”রোহিত, বিরাটের পিঠে চাপড় দেন মোদী।
এর পর ডেকে নিলেন রাহুল দ্রাবিড়কে। কোচের সঙ্গে হাত মিলিয়ে বলেন, “অনেক পরিশ্রম করেছ তোমরা। কিন্তু এমনটা হতেই পারে।” এর পর রবীন্দ্র জাডেজা, শুভমন গিল,একে একে তাঁদের সঙ্গে হাত মেলান। আর বুকে জড়িয়ে ধরেন বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত সফলতম বোলার মহম্মদ শামিকে। ভারতের জোরে বোলার মুখ গুঁজে রয়েছেন প্রধানমন্ত্রীর বুকে আর প্রধানমন্ত্রী তাঁর পিঠে রাখছেন সান্ত্বনার বরহস্ত। যশপ্রীত বুমরাদের সঙ্গে হাত মেলান। বুমরার সঙ্গে গুজরাতি ভাষায় কথা বলেন। হাত মেলান লোকেশ রাহুল, কুলদীপ যাদব, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদবদের সঙ্গেও। কারও মুখে তখন হাসি নেই। কেউ কেউ মোদীর সঙ্গে হাত মেলানোর সময় সৌজন্য দেখিয়ে জোর করে হাসেন। মোদী চেষ্টা করে যাচ্ছিলেন সবাইকে উজ্জীবিত করার।