ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে মাঠে নেমেছে জাতীয় মানবাধিকার কমিশন। জাতীয় মানবাধিকার কমিশনের আধিকারিকরা শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর, সোনারপুর এবং নরেন্দ্রপুর থানা এলাকায় ভোট পরবর্তী হিংসার তদন্তে যান।তাদের সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
উল্লেখ্য এর আগেও রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে আসে জাতীয় মানবাধিকার কমিশনের আধিকারিকরা। কাঁকুড়গাছি, ভাটপাড়া, জগদ্দল ও আমডাঙায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল ভোট পরবর্তী হিংসায় পরিস্থিতি খতিয়ে দেখতে যান। স্থানীয় থানার সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। রাজ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর হিংসায় শাসক ও বিরোধী দলের বেশ কয়েকজন কর্মী সমর্থকের মৃত্যু হয়েছে।
এদিকে মানবাধিকার কমিশনের ওই দলের সঙ্গে দেখা যায় বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। যা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস । বিজেপি বিরোধী রাজনৈতিক শিবিরের মত, জাতীয় মানবাধিকার কমিশন কার্যত তদন্তের নামে ‘প্রহসন’ চালাচ্ছে। তৃণমূলের অভিযোগ, কেন কোনও ঘটনার তদন্তে বিজেপি নেত্রীকে নিয়ে গিয়েছেন তদন্তকারী দল?