রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন শুভেন্দু অধিকারী বলেন বলেন, “সারা বাংলা জুড়ে ভাইপোর এজেন্টরা শিক্ষিত বেকারদের বঞ্চিত করে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে। যেখানেই যাবেন দুর্গন্ধ বেরোবে। আমরা সব জানি। শুধু নিরপেক্ষ এজেন্সি তদন্ত করুক। এই পার্টিটা (তৃণমূল কংগ্রেস) চোরের পার্টি ।”
উল্লেখ্য, SSC-র গ্রুপ সি-তে ৩৮১ জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে, কলকাতা হাইকোর্টে এই মর্মে রিপোর্ট জমা দিয়েছে বাগ কমিটি। শুক্রবার উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে বাগ কমিটির রিপোর্ট পেশ করেছেন আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়।
পাহাড় প্রমাণ এই দুর্নীতিতে SSC-র তিন কর্তা জড়িত বলে দাবি করেছে বাগ কমিটি। শান্তিপ্রসাদ সিনহা, সৌমিত্র সরকার এবং কল্যণময় গঙ্গোপাধ্যায় দুর্নীতির সাথে জড়িত রয়েছেন বলে দাবি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে FIR দায়ের করা যেতে পারে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।