SSC দুর্নীতি মামলায় বিপাকে পড়েছেন পরেশ অধিকারী, পার্থ চট্টোপাধ্যায়। তাদের নিয়ে কটাক্ষও শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। আর এবার তাদেরকে নিয়েই প্যারোডি বানাল সিপিআইএম।
বাংলা সিনেমা জগতের বিখ্যাত গান ‘বসন্ত এসে গেছে’-র সুরে বামেদের নতুন প্যারোডি ‘ট্রেন যেই থেমে গেছে, পরেশ তো নেমে গেছে’। রচনা এবং কন্ঠে ফের একবার রাহুল-নীলাব্জ জুটি।
এর আগে ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে ‘টুম্পা সোনা’-র সুরে তাদের প্যারোডি রীতিমত আলোড়ন সৃষ্টি করে রাজনৈতিক মহলে। বামেদের একাংশের অনুমোদন না থাকলেও তাদেরই একটি বৃহৎ অংশ এবং একই সঙ্গে অন্যান্য বিরোধী দলের প্রচারে দেখা যায় এই গানের বহুল ব্যবহার। পরবর্তীকালে বিভিন্ন বাম নেতার প্রচারের গান বাঁধার আমন্ত্রণ পান তাঁরা দুজনেই।
নীলাব্জ জানিয়েছেন মাত্র এক রাতেই তিনি এবং রাহুল মিলে তৈরি করেছেন এই গান। রাজ্যের মন্ত্রীরা রোজ যে ধরণের কাজ করছেন সেখান থেকেই তাঁরা খুঁজে পাচ্ছেন এই প্যারোডি বানানোর রসদ। ভোটের মরশুম এবং তারপরেও তাঁরা যে প্যারোডিগুলি বানিয়েছেন সেগুলি মানুষের মনে গভীর ভাবে দাগ কেটেছে। তাঁরা আবার নতুন কিছু করার কথা ভাবছিলেন এবং তখনই ঘটে পরেশ অধিকারী এবং পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনা।
তিনি আরও বলেন এই ঘটনার উপর ভিত্তি করে তাঁরা নতুন এই প্যারোডি বানানোর সময় একটু অন্য রকম ভাবে বানানোর চেষ্টা করেন। তাদের আগের প্যারোডিগুলিতে যেমন নাচের ছন্দ বেশি ছিল তেমনই এই গানটি একটু অন্যরকম ভাবে বানাতে চেয়েই ‘বসন্ত এসে গেছে’ সুরকে বেছে নেন তাঁরা।