শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী স্কুলের চাকরি থেকে বরখাস্ত। হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে বেতন ফেরত দেওয়ার নির্দেশ। দু’টি কিস্তিতে বেতন বাবদ পাওয়া সমস্ত টাকা ফেরত দিতে হবে,নির্দেশ হাইকোর্টের।
কোচবিহারের একটি স্কুলে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষিকা ছিলেন। সেই পদ থেকে তাকে বরখাস্ত করা হল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন।
দুটি কিস্তিতে এই টাকা ফেরত দিতে হবে। এর মধ্যে আগামী ৭ জুনের মধ্যে কলকাতা হাইকোর্টে টাকার প্রথম কিস্তি জমা করতে হবে। এর পর থেকে তিনি কোথাও নিজেকে শিক্ষিকা বলে পরিচয় দিতে পারবেন না।
প্রসঙ্গত হটাৎ করে এসএসসি-র যে মেধাতালিকার শীর্ষে মন্ত্রীকন্যার নাম উঠেছিল। যদিও বেশি নম্বর পেয়েও সেই তালিকা থেকে ছিটকে গিয়েছিলেন শিলিগুড়ির এসএসসি প্রার্থী ববিতা সরকার। মন্ত্রীকন্যার চেয়ে ১৬ নম্বর বেশি পেয়েছিলেন। তবু ববিতার নাম তালিকার ২১ নম্বরে ছিল। আর পরেশের কন্যা অঙ্কিতা অধিকারীর নাম ছিল মেধা তালিকার শীর্ষে। এ নিয়ে মামলা করেন ববিতা সরকার। সেই মামলায় সিবিআই তদন্তের আদেশ দেয় কলকাতা হাইকোর্ট।