ধর্নারত SSC চাকরিপ্রার্থীদের উপর পুলিশ আক্রমণ করতে গেলে আত্মহত্যার চেষ্টা SSC চাকরিপ্রার্থীর !
বুধবারই সিবিআই দফতরে হাজিরা দিতে গিয়েছেলেন পার্থ চট্টোপাধ্যায়। যা নিয়েও এখনও রাজ্য-রাজনীতির অন্দরে চলছে তীব্র চাপানউতর। এদিকে এরই মাঝে খোদ কলকাতার বুকে আত্মহত্যার চেষ্টা করতে গেলেন এক এসএসসি চাকরি প্রার্থী।
সূত্রের খবর, মেয়ো রোডে মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মাঝেই আচমকা আত্মহত্য়ার চেষ্টা করেন ওই মহিলা প্রার্থী। যা নিয়ে ফের তীব্র শোরগোল শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। মহিলা পুলিশ গিয়ে মৃত্যু মুখ থেকে ওই মহিলাকে রক্ষা করে পুলিশ। বর্তমানে তাঁর প্রাথমিক চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি নাম জড়িয়েছে একাধিক শীর্ষ স্থানীয় আমলার।