বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সরানো হল দিলীপ ঘোষকে । তাঁর জায়গায় বঙ্গ বিজেপির সভাপতি হচ্ছেন ড:সুকান্ত মজুমদার। সোমবার বিজেপির তরফে এই নয়া নামের বিজ্ঞপ্তি জারি করা হল। আর এদিকে দিলীপ ঘোষকে মুকুল রায়ের ছেড়ে যাওয়া সর্বভারতীয় সহ-সভাপতি পদে দায়িত্ব দেয়া হয়েছে।
বঙ্গে ক্ষমতা দখল করতে না পারলেও ১৮ সাংসদ ও ৭৭ বিধায়ক হয়েছে বিজেপির। আর এক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ভূমিকার কথা উল্লেখ করেছেন স্বয়ং নরেন্দ্র মোদি। কিন্তু এবার রাজ্য সভাপতি পদে দিলীপের মেয়াদ শেষ হচ্ছে। বিজেপির রীতি অনুযায়ী, দুবার রাজ্য সভাপতির পদে বসলে আর ওই পদ আঁকড়ে থাকা যায় না। তাই দলীয় নিয়মেই এবার সরে যেতে হবে দিলীপ ঘোষ। কিন্তু তাঁর জায়গায় কে বসবেন, এ নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে চর্চা কম নেই। আর এমন পরিস্থিতিতেই চমক দিয়েছেন খোদ দিলীপ।
বিজেপি সূত্রের খবর, সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্য সভাপতি দিলীপের কাছে নতুন রাজ্য সভাপতির জন্য নাম প্রস্তাব করতে বলেন। জানা গিয়েছে, বিজেপির রাজ্য সভাপতি পদে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নাম প্রস্তাব করেছেন দিলীপ ঘোষ নিজেই। বস্তুত, বিজেপির অন্দরে সুকান্ত দিলীপ-ঘনিষ্ঠ বলেই পরিচিত। যদিও অন্যান্য অনেকের তুলনায় সুকান্ত তেমন পরিচিত মুখ নন। তবে, নিজের এলাকায় বারবার সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন সুকান্ত।