স্বেচ্ছায় CBI-র কাছে ধরা দিলেন অনুব্রত মন্ডল (Anubrata Mandal) !গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি কেষ্ট । কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরে চিঠি দিয়ে সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি।
প্রসঙ্গত , গত ৬ এপ্রিল গরু পাচার মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রতর। সেই অনুযায়ী তার আগের দিনই কলকাতায় চলে আসেন তৃণমূল নেতা। ৬ তারিখ নিজাম প্যালেসে হাজিরা দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন। নিজাম প্যালেসে না গিয়ে এসএসকেএম (SSKM) হাসপাতালে ভরতি হন। একাধিক শারীরিক সমস্যা ছিল তাঁর। টানা ১৭ দিন ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন বীরভূমের তৃণমূল নেতা।হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চিকিৎসকদের পরামর্শমতো চিনার পার্কের ফ্ল্যাটেই বিশ্রামে ছিলেন তিনি।
তারই মাঝে একাধিকবার সিবিআইয়ের (CBI) তদন্তকারী আধিকারিকদের কাছে আইনজীবী মারফৎ চিঠি পাঠান দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। চিঠিতে জানান, ২১ মে’র পর তিনি জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত। তবে নির্দিষ্ট ডেডলাইন শেষ হওয়ার আগেই বুধবার সিবিআই দপ্তরে বুধবার ফের আইনজীবী মারফৎ চিঠি পাঠান অনুব্রত। গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদে রাজি হন তিনি। সেই মতো বীরভূমের তৃণমূল নেতাকে সময় দেয় সিবিআই। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার কথা ছিল। সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে নিজাম প্যালেসে এসে পৌঁছন তিনি।