খেলা শেষ ,ভেঙে গেল ইমরান সরকার
মধ্যরাতের নাটকের যবনিকা পতন পাকিস্তানে । অনাস্থা ভোটে ইমরানের বিরুদ্ধে ১৭৪টি ভোট। ভেঙে গেল ইমরান খানের সরকার।অ্যাসেম্বলিতে উচ্ছাস প্রকাশ বিরোধীদের। তবে ইতিমধ্যেই হেলিকপ্টার করে ইসলামাবাদ ছেড়েছেন ইমরান।
উল্লেখ্য অনাস্থা প্রস্তাব খারিজ এবং ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে বৃহস্পতিবার অসাংবিধানিক বলে ঘোষণা করে পাক সুপ্রিম কোর্ট। টানা চার দিনের শুনানির পর প্রধান বিচারপতি উমর আটা বান্দিয়ালের নেতৃত্বে গঠিত পাক সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ এই ঘোষণা করে। এর পরই শুক্রবার রাতে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন পাক প্রধানমন্ত্রী।
এদিকে সুপ্রিম কোর্ট চত্বরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে । ইমরান সরলে তাঁর সমর্থকেরা রাস্তায় নামতে পারে। পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। সেই কথা মাথায় রেখেই এই বাড়তি নিরাপত্তা। ইসলামাবাদের সমস্ত হাসপাতালকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে । পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে মনে করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।