মমতা ব্যানার্জীর বাংলা আকাদেমি পুরস্কার পাবার প্রতিবাদে ২০১৯ সালে বাংলা অ্যাকাডেমির দেওয়া অন্নদাশঙ্কর রায় স্মারক সম্মান ফিরিয়ে দিয়েছেন বিশিষ্ট লেখিকা ও গবেষক রত্না রশিদ বন্দোপাধ্যায়।
আজ বর্ধমানে তাঁর বাড়িতে সাংবাদিক সম্মেলনে রত্না দেবী জানিয়েছেন, মমতা ব্যানার্জ্জীকে এই পুরস্কারের জন্য মনোনীত করে অ্যাকাদেমি অবিবেচকের কাজ করছে।মমতা ব্যানার্জ্জী রাজ্যের মুখ্যমন্ত্রী, তাঁকে তিনি সম্মান করেন। কিন্তু তাঁর লেখাগুলিকে সাহিত্য পদবাচ্য বলেই মনে করেন না তিনি। যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা কীভাবে এই সিদ্ধান্ত নিলেনে তাতে বিস্ময় প্রকাশ করেন তিনি।
এই পুরস্কারের গরিমা রক্ষিত হয়নি বলে তিনি মনে করেন।সাহিত্য সাধনার বিষয়।তাঁর এই সিদ্ধান্ত কোনোভাবেই রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয় বলে তিনি জানিয়েছেন।
পাশাপাশি, একই কারণে সাহিত্য অকাদেমির বাংলা উপদেষ্টা পরিষদ থেকে ইস্তফা দিয়েছেন লেখক এবং সম্পাদক অনাদিরঞ্জন বিশ্বাস। বিবৃতি প্রকাশ করে অনাদি জানিয়েছেন, কলকাতায় রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন কবিতাকে যে ভাবে অসম্মান করা হয়েছে, তাতে তিনি ‘বিরক্ত’। সেই কারণেই তিনি ইস্তফা দিয়েছেন।
প্রসঙ্গত সোমবার পঁচিশে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তী উদ্যাপনের সরকারি মঞ্চ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি ব্রাত্য বসু একটি বিশেষ পুরস্কারের কথা ঘোষণা করেন। তিনি জানান, শ্রেষ্ঠ সাহিত্যিকদের মতামত নিয়ে নিরলস কবিতা চর্চার জন্য এই পুরস্কার এ বছর দেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।