দেশ জুড়ে আবার বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে করোনা আক্রান্ত হলেন ১,০৮৩ জন। মৃত্যু হয়েছে এক জনের। কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
সূত্রের খবর, বুধবার ভার্চুয়ালি সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মোদী। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এ নিয়ে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বলে খবর।
গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ২,৫২৭ জন। সব মিলিয়ে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ১৫,০৭৯-তে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। এমনই তথ্য দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশে এই মুহূর্তে করোনা থেকে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।
শনিবারের তথ্য অনুযায়ী, এক দিনে ৮০০-র বেশি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দিল্লি, মুম্বইয়ের মতো মেট্রো শহরে আবার বাড়ছে সংক্রমণ। এই পরিস্থিতিতে দিল্লিতে আবার মুখে মাস্ক পরায় কড়াকড়ি আনা হচ্ছে। শারীরিক দূরত্ববিধি মেনে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।