বিষয়টির বয়স বেশ কয়েক বছর পুরনো হলেও, করোনা আবহে এবং লকডাউনে মুঠোফোনে ওয়েব সিরিজ দেখার অভ্যাস আগের থেকে অনেকটাই বেড়েছে। । তাই তো সিনেমার পর্দায় যখন অনিশ্চয়তা দেখছে ফিল্ম ইন্ডাস্ট্রি, ঠিক তখনই বিভিন্ন OTT’প্লাটফর্মই এখন রক্ষা কবচ । তবে শুধু সিনেমা নয়, দর্শকদের বিনোদন দিতে সিরিজের দিকেও ঝুঁকছেন বলিউড অভিনেতা-নেত্রীরা ।
দর্শকদের এই চাহিদাকে মেটাতে এবার বড়সড় চমক নিয়ে আসতে চলেছে জনপ্রিয় প্ল্যাটফর্ম Disney+ Hotstar। এখানে আসতে চলেছে একগুচ্ছ সিরিজ। তবে বেশিরভাগটাই জনপ্রিয় সিরিজের নতুন পর্ব ।
অভিনেতা অজয় দেবগণ, সোনাক্ষী সিনহা এবং সঞ্জয় দত্ত অভিনীত ‘ভূজ’ ছবির প্রিমিয়ার হবে এই প্ল্যাটফর্মে। দেখানো হবে সইফ আলি খান-ইয়ামি গৌতমের ‘ভূত পুলিশ’ । শুধু তাই নয়, Disney+ Hotstar এর ‘রুদ্র’ সিরিজ দিয়েই এই প্লাটফর্মে পা রাখছেন অজয় দেবগন।সুস্মিতা সেনের ‘আরিয়া’ এবং কে কে মেনন ‘স্পেশ্যাল অপস ১.৫’ সিরিজের নতুন পর্ব।
এছাড়াও রয়েছে, কুণাল কাপুর, শাবানা আজমি, ডিনো মোরিয়া অভিনীত ‘দ্য এম্পায়ার’ । সিদ্ধার্থ ও শ্বেতা ত্রিপাঠী অভিনীত ‘এস্কেপি লাইভ’ । টিসকা চোপড়ার ‘Fear 1.0’ এবং ‘দোজ প্রাইসি ঠাকুর গার্লস’ও রয়েছে Disney+ Hotstar -এর ঝুলিতে। নতুন তালিকায় রয়েছে শেফালি শাহ ও কীর্তি কুলহারির ‘হিউম্যান’ , প্রতীক গান্ধী, রিচা চাড্ডা, আশুতোষ রানা ‘সিক্স সাসপেক্ট’।
সম্প্রতি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে , এ বছর দর্শকদের কাছে পৌঁছে দেয়া হবে , দারুণ সব শো, সিনেমা ও সিরিজ। এর সাথে তো T-20 ক্রিকেট রয়েছেই । তাছাড়াও আঞ্চলিক ভাষার উপরও জোর দেবে Disney+ Hotstar ।