অবশেষে নাটকীয় অবসান হলো মহারাষ্ট্রের সরকার পতনের নাটকের। আস্থাভোটে পরাজয় নিশ্চিত বুঝেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে।
এদিন সুপ্রিম কোর্টে শুনানি শেষে রাজ্যপালের নির্দেশ অনুযায়ী আগামীকাল আস্থা ভোটের সিদ্ধান্ত বহাল রাখে তারা।তবে আস্থা ভোটের পূর্বেই বুধবার ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন উদ্ধব ঠাকরে। ফলে এদিন অবশেষে মহারাষ্ট্রে সরকার পতনের সকল নাটকের অবসান ঘটলো বলে মত বিশেষজ্ঞদের। তবে শেষপর্যন্ত আগামীকাল আস্থা ভোট হয় কিনা, সেটাই দেখার।
এদিন ফেসবুক লাইভ করে উদ্ধব ঠাকরে বলেন, “আমি কাল আস্থা ভোটে অংশগ্রহণ করব না।আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার মানুষ নই। কিন্তু, রাস্তাঘাটে শিব সৈনিকদের রক্ত ঝরুক সেটা আমি চাই না।তিনি আরও বলেন আমি যাদের তুলে এনে কাউন্সিলর এবং মন্ত্রী করেছে, তাঁরাই আজ বিশ্বাসঘাতকতা করছে।
উল্লেখ্য আগামী ১ জুলাই BJP মহারাষ্ট্রে সরকার গঠন করতে পারে। এদিন উদ্ধবের সংযোজন, “যাঁদের শিবসেনা তুলে এনে কাউন্সিলর এবং মন্ত্রী করেছে, তাঁরাই আজ বিশ্বাসঘাতকতা করছে।