পশ্চিমবঙ্গে মুসলিম তোষণ করে একটি মুসলিম রাজ্য তৈরিতে নিরলস কাজ করে চলেছে রাজ্য সরকার। কলকাতা কর্পোরেশনের সমস্ত স্কুলগুলোতে হিন্দুদের বিশ্বকর্মা পূজার ছুটি বাতিল করে এবার ঈদের ছুটি একদিন বাড়ানো হলো! এ যেনো কলকাতা শহরে ‘মিনি পাকিস্তান’-এর উদ্ভাবক, পশ্চিমবঙ্গে দাওয়াত-এ-ইসলামের প্রবর্তক, ১৯৪৬ সালে গ্রেট ক্যালকাটা কিলিংস এর মাধ্যমে হিন্দু গণহত্যার জনক সুরহাবর্দির জ্ঞাতিভাই ফিরহাদ হাকিমের ইসলামীকরণের সংকল্প পূরণের কাজ শুরু হয়ে গেল?
বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি ২ দিন করার ঘটনায় শোরগোল শুরু হতেই বিজ্ঞপ্তি বাতিল আধিকারিকের ঘাড়ে দায় ঠেলল কলকাতা পুরসভা। বুধবার দুপুরে একথা জানিয়েছেন কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের পারিষদ সন্দীপন সাহা। তিনি জানিয়েছেন, যে আধিকারিক এই কাজ করেছেন বিরুদ্ধে পদক্ষেপ করবে পুরসভা।
- আরও পড়ুন–‘কালীঘাটের কাকু’র অডিয়োতে পার্থ, অভিষেক ও মানিক! নিয়োগে ১৫ কোটি টাকা দাবি অভিষেক ব্যানার্জীর !
বুধবার কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে কলকাতা পুরসভা পরিচালিত হিন্দি মাধ্যম স্কুলগুলির ছুটির তালিকা সংশোধন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর কলকাতা পুরসভা পরিচালিত হিন্দি মাধ্যম স্কুলগুলিতে ইদের ছুটি থাকবে ২ দিন। ৩১ মার্চ এবং ১ এপ্রিল স্কুলগুলি ইদের ছুটি পাবে। পরিবর্তে, ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মার ছুটি বাতিল করা হয়েছে।

এই বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি জানতাম না। পুর কমিশনার জানেন না বিষয়টা। এটা বেআইনি। তিনি কারও সঙ্গে আলোচনা না করে সার্কুলার করতে পারেন না। সেই সার্কুলার তৎক্ষণাৎ বাতিল করা হয়েছে। কারও সঙ্গে আলোচনা না করে এই সার্কুলার জারি করায় তাঁর বিরুদ্ধে কড়া বিভাগীয় পদক্ষেপ আমরা নিতে চলেছি। তাঁকে জবাবদিহি করতে হবে যে তিনি কেনো এটা করেছেন? কাউকে কি সুবিধা পাইয়ে দেও জন্য করেছেন? আমার সঙ্গে মেয়র ও কমিশনার হয়েছে। এব্যাপারে সবাই আমার সঙ্গে সহমত । একটা শৃঙ্খলাভঙ্গ।’
জানা গিয়েছে বুধবার দুপুরেই কলকাতা পুরভার শিক্ষা বিভাগের প্রধান ব্যবস্থাপক সিদ্ধার্থ ধাড়াকে শোকজ হয়েছে।রাজ্যের তোষণ সর্বস্ব মমতা ব্যানার্জীর পূর্ণ সম্মতি এবং প্রশ্রয় ছাড়া এমন অভূতপূর্ব ঘটনা ঘটা কি স্বাভাবিক?