কলকাতা শহরের কোনও এলাকা থেকে নয়, একেবারে খোদ কলকাতা পুরনিগমে মেয়রের ঘরের সামনে থেকেই এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গেছে, জেরায় নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করেছে রফিকুল।
সোমবার মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির সামনে ঘোরাফেরা করার সময় রফিকুল ইসলাম নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে প্রথমে পুলিশ আটক করে। পরে তাকে নিউমার্কেট থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। ধ প্রথমে নিজেকে চাপড়ার বাসিন্দা বললেও, পুলিশি জেরায় স্বীকার করে যে, সে বাংলাদেশি। কলকাতা কর্পোরেশ পরিচয়পত্র সংক্রান্ত কাজে এসেছিল। রফিক আরও দাবি করে যে, তাকে পাকিস্তানে পাঠানো হচ্ছিলো ।
কলকাতা কর্পোরেশনের মূল ভবন সবসময়ই কঠোর নিরাপত্তার মধ্যে থাকে। সেই কঠোর নিরাপত্তার মধ্যে দিয়েই কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিমের ঘরের দরজার আশেপাশে রফিকুল নামে এক ব্যক্তিকে ঘুরতে দেখা যায়। তার হাতে কিছু নথি ছিল এবং পিঠে ব্যাগ, মাথায় টুপি পরা ছিল বলে জানা যায়। মেয়রের ঘরের সামনে বেশ কিছু সময় ধরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে সেখানে মোতায়েন সাদা পোশাকের পুলিশ কর্মীদের সন্দেহ হয়। এরপর তারা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
- আরও পড়ুন– প্রশংসার নামে তৃণমূলের হয়ে রাজ্যপালের দালালির বিরুদ্ধে শুভেন্দুর তীব্র প্রতিবাদে উত্তপ্ত বিধানসভা !
কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের কাছ থেকে পাসপোর্ট, আধার কার্ড, বার্থ সার্টিফিকেটসহ বেশ কিছু ডকুমেন্ট পাওয়া গিয়েছে। কী কারণে সে ঘুরছে জিজ্ঞাসা করা হলে, উত্তরে ওই যুবক প্রথমে দাবি করে, এমনি ঘুরতে এসেছে সে। পরে জানায়, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে এসেছে। এর পরেই সন্দেহ হয় পুলিশের। এরপর ওই ব্যক্তিকে প্রথমে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়।
বাংলাদেশে অশান্তির আবহে সারা দেশেই অনুপ্রবেশকারীদের ধরপাকড় চলছে। ধৃতদের কাছ থেকে পাওয়া গেছে জাল নথি। এই নথিগুলো জাল কিনা, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। পাশাপাশি তার কাছ থেকে পাওয়া পাসপোর্ট ও আধারে পদবির অমিল রয়েছে। একটিতে রফিকুল ইসলাম বিশ্বাস, অন্যটিতে রফিকুল বিশ্বাস, আরেকটিতে শুধুই রফিকুল ইসলাম। ধৃতকে প্রশ্ন করা হলে সে বলে, “আমি ডকুমেন্ট চেক করতে এসেছি।” কিন্তু চাপড়ার বাসিন্দা হয়েও কলকাতা কর্পোরেশনে কেন এসেছে, সেই প্রশ্নের সদুত্তর দিতে পারেনি সে।
1 Comment
Pingback: নদিয়ার কল্যাণীর রথতলায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের পরিবারকে আর্থিক সাহায্য শুভে