যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত বিশ্ববিদ্যালয়েরই তৃতীয় বর্ষের এক ছাত্র, যিনি বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের সদস্য বলে জানা গেছে। তবে, এসএফআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ঘটনার আগেই অভিযুক্তকে তাদের ছাত্র সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
ওই ছাত্রীর অভিযোগ, অভ্যন্তরীণ তদন্ত কমিটিতে অভিযোগ জানালেও কোনও ফল মেলেনি। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বসেছেন ছাত্রীরা।
বছর দেড়েক আগে হোস্টেলের বারান্দা থেকে পড়ে এক প্রথমবর্ষের ছাত্রের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়েছিল যাদবপুর। ছাত্রদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। যাদবপুরেই স্নাতকোত্তরের ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাম ছাত্র সংগঠন SFI-র সদস্য বলে অভিযোগ। স্নাতকোত্তরের ওই ছাত্রী সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজ শেয়ার করে ওই ছাত্রের বিরুদ্ধে সরব হন। তারপরই এসএফআইয়ের তরফে জানানো হয়, ওই ছাত্রকে ২৮ জানুয়ারি তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
- আরও পড়ুন– আরজি কর মামলায় বড় ধাক্কা রাজ্যের ! সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে!
এদিন ওই ছাত্রী জানান, অভ্যন্তরীণ তদন্ত কমিটির কাছে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু, ওই কমিটি কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। এরপর ৫ দফা দাবিতে বৃহস্পতিবার রাত সে আটটা থেকে অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বসেন বেশ কয়েকজন পড়ুয়া। তাঁদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চলবে।
ওই ছাত্রী অভিযোগ করেন যে এসএফআই সবসময় অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করে। ওই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ারই তারা জানায় আগেই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু বহিষ্কারের কথা জানানো হয়নি কেন? এর আগেও বিভিন্ন অভিযোগের ক্ষেত্রে এসএফআইয়ের এমন ভূমিকা দেখা গেছে। এসএফআইয়ের তরফে এই বিষয়ে এখনও কোনো জবাব পাওয়া যায়নি।