শ্রীময়ীর ‘রোহিত সেন’কে জন্মদিনের শুভেচ্ছা ‘জুন আন্টি’র
ছোটপর্দায় রোহিত সেনের (Rohit Sen) জীবনকে দুর্বিসহ করে তুলেছে জুন আন্টি (June Aunty)। জুনের ফন্দিতে রোহিত সেনের প্রাণ যেন ওষ্ঠাগত। তবে ধারাবাহিক ‘শ্রীময়ী’র (Shrimoyee)অন্দরে জুন বনাম রোহিতের গোলযোগ থাকলেও, বাস্তবে কিন্তু ‘রোহিত’ ওরফে অভিনেতা টোটা রায় চৌধুরীর (Tota Roy Choudhury) সঙ্গে দারুণ বন্ধুত্ব ‘জুন আন্টি’ ওরফে অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর (Ushasie Chakraborty)। আর সেই বন্ধুত্বেরই ঝলক পাওয়া গেল টোটার জন্মদিনে।
শুক্রবার ৪৫-এ পা দিলেন অভিনেতা টোটা রায়চৌধুরী। জন্মদিনে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির প্রায় সবাই। তবে একটু হটকে উপায়ে টোটাকে বার্থডে উইশ করে ফেললেন উষসী। ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে জন্মদিনের সুবাদে নিজেদের বন্ধুত্বের উদযাপন করলেন টোটা ও ঊষসী।
1 Comment
Harrah's Cherokee Casino & Hotel | Jackson County – JTM Hub
Harrah's 제천 출장안마 Cherokee Casino & Hotel is located in the mountains 성남 출장마사지 just a 천안 출장안마 few miles from North Carolina. This 김제 출장안마 casino is 상주 출장샵 located about 3.5 miles