টলিগন্জের অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গেই নাকি একসাথে থাকছেন অন্তঃসত্ত্বা নুসরত জাহান । এমন গুঞ্জন আগে থেকেই ছিল। তাতে ঘৃতাহুতি পড়ল নুসরতের সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরির সৌজন্যে। কিছুদিন আগেই নিজের পোষ্য কুকুরের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন যশ। তেমনই একটি পোষ্যের ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন নুসরত। তাতে আবার লিখলেন “Happy Us… শুভ সন্ধ্যা”।
উল্লেখ্য নুসরতের মা হওয়ার খবরে উত্তাল ছিল টলিপাড়া। অভিনেত্রী এখনও এ বিষয়ে নিজে কিছু বলেননি। তবে তাঁর ঘনিষ্ঠমহল থেকে জানা যাচ্ছে, যশ দাশগুপ্তের সঙ্গে জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি।