সত্যজিৎ রায়ের ছোটগল্পের শুধু কেন, তাঁর অধিকাংশ লেখা অভীষ্ট পাঠক কৈশোর ও যৌবনসুলভ মনের রসদ জোগায়। তাঁর লেখায় ভয় থাকে না, থাকে কৌতূহল, যৌনতার অর্চনা থাকে না, থাকে ভালবাসা, আর সেই ভালবাসার মধ্যে মিশে থাকে প্রেম আর ধূসর মনস্তত্ত্ব। স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সের কর্পোরেট আধিকারিকরা যখন সত্যজিৎ রায়ের কাহিনিতে হাত রেখেছেন, তখনই প্রশ্ন জেগেছিল তাঁর গল্পের অন্তর্নিহিত বক্তব্য ও সারবত্তা কতটা আর বজায় থাকবে? সেই আশঙ্কা অসত্য হয়নি, তবে সম্মান রক্ষা হয়েছে অনেকটাই।