চিরকালই ভিন্ন ধর্মী অভিনয় করে খ্যাতি যশ স্বপ্ন পূরণ করেছিলেন আয়ুষ্মান খুরানা। পাশাপাশি একইভাবে বিখ্যাত তাহিরা কাশ্যপ অর্থাৎ তার স্ত্রী। তাহিরা একজন লেখিকা এবং সম্প্রতি তিনি ক্যান্সার কে হার মানিয়ে জীবন যুদ্ধে জয়লাভ করেছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ খুরানার বই “দা সেভেন সিনস অফ বিয়িং এ মাদার”(The 7 Sins of Being a Mother)।এই বইটিতে মাতৃত্বের যাত্রার পাশাপাশি তাহিরা সবিস্তারে তুলে ধরেছেন তাঁর আর আয়ুষ্মান খুরানার যৌনজীবনের খুটিনাটি।
ব্যাক্তিজীবনে তাহিরা দুই সন্তানের মা। নিজের মা হবার অনুভূতি নিয়ে তিনি আসলে এই বই লিখেছেন । এই বইটিতে তাহিরা তার জীবনের বেশ কিছু অদ্ভুত কথা সকলের সঙ্গে বিনিময় করেছেন।
তাহিরা সকলের সঙ্গে শেয়ার করলেন এমন কিছু ঘটনা যা শুনলে সকলে হতবাক হয়ে যান।বইয়ের প্রথম পরিচ্ছেদে তাহিরা কাশ্যপ লিখেছেন, আয়ুষ্মান নাকি তাঁর বুকের দুধ খেতেন!তাদের সন্তান যখন সাত মাস, তখন তাকে বাড়িতে রেখে হানিমুনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তাহিরা।
আয়ুষ্মান খুরানা অবশ্য জানিয়েছেন, তিনি তাহিরার লেখা বইটা পড়েননি। তাঁর বক্তব্য , ” আমি একজন অন্তর্মুখী মানুষ । একজন পাঠকের জন্য এই বইটা হয়তো বিনোদনদায়ক হবে , কিন্তু আমি কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না।