দুর্গা প্রতিমার পর এবার সরস্বতী পূজাতেও বাংলাদেশে হামলার শিকার সনাতন ধর্ম! ফরিদপুরের এক মন্দিরে মূর্তি নির্মাণের সময় তা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্রের খবর, ধৃত যুবক আগেও একই কাজ করেছিল। গতবছর ইসকনের সরস্বতী মূর্তি ভাঙার অভিযোগ উঠেছিল। তখন তাকে ‘পাগল’ আখ্যা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে এবার কঠিন শাস্তি হবে বলে পুলিশের আশ্বাস।
শুক্রবার রাত ১১টার দিকে ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর কালীমন্দিরে এই ঘটনা ঘটে। সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র সমর মণ্ডল বলেন, “আগামী সোমবার (৩ ফেব্রুয়ারি) সরস্বতী পূজা হবে। তার জন্য একজন মৃৎশিল্পীকে দিয়ে এই প্রতিমাটি বানানো হচ্ছিল। আমরা এই মন্দিরের পাশের একটি ছাত্রাবাসে থাকি। এখানে আমরা অনেক ছাত্র মিলে সরস্বতী পূজা করতে চেয়েছিলাম। অনেক বন্ধুকে নিমন্ত্রণও দিয়েছি। কিন্তু এই প্রতিমা এমন এক সময় ভাঙা হলো যে সংস্কার করার সময়ও পাওয়া যাবে না।”
কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান, প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ধৃত যুবককে আটক করে থানায় নিয়ে এসে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা বলেন, “এই ঘটনায় মন্দির কমিটির একজন বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হওয়ার পর ওই যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতে পেশ করা হবে।”
যদিও শেখ হাসিনার আমলেও এমন মূর্তি ভাঙচুর কম হয়নি। গতবারও ফরিদপুর শহরের শোভারামপুরে ইসকনের রাধাগোব মন্দির চত্বরে নির্মীয়মাণ একটি সরস্বতী মূর্তি ভাঙচুর করা হয়। ধৃত ব্যক্তি নানা রকম অশ্রাব্য গালিগালাজ করতে থাকে। সঙ্গে সঙ্গে মন্দিরের পূজারী ও ভক্তরা তাকে ধরে একটিাছে বেঁধে পুলিশে খবর দেয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার থানায় নিয়ে যায়। তখন তাকে ‘পাগল’ বলে ছেড়ে দেওয়া হয়েছিল। ২০২১ সালে এই মন্দিরেই কালীমূর্তি ভাংচুর করেছিলো।
1 Comment
Pingback: ‘যুদ্ধের পরিস্থিতি চারদিকে.. সতর্ক থাকতে হবে’!চাঞ্চল্যকর দাবি করে বাংলাদেশে জরুরি বৈঠক ডাকলেন ম