সাতসকালে কেঁপে উঠলো বাংলাদেশ !
ভূমিকম্পে কেঁপে উঠল পড়শি দেশ বাংলাদেশ। শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩৪ মিনিটে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জে, ঢাকা থেকে ৮৩ কিলোমিটার দক্ষিণে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। উৎসের গভীরতা ছিল মাটি থেকে ৫৫ কিলোমিটার নীচে।
এদিকে, কম্পন অনুভূত হতেই ঢাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, রাজশাহী, রংপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াতেও কম্পন অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। ওপার বাংলার ভূমিকম্পের রেশ পড়েছে এপার বাংলাতেও। কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও।
এ ছাড়া, উত্তরবঙ্গের একাধিক জেলা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও শনিবার সকালে ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুরেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর মিলেছে। শুধু বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গেই নয়, লাদাখের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছে সোমবার। সেখানে যদিও কম্পনের তীব্রতা বাংলাদেশের তুলনায় অনেকটাই কম, ৩.৪। ভূমিকম্প হয়েছে ত্রিপুরা, মিজোরামের বেশ কিছু এলাকায়।