‘বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন’! ভারতকে ‘সতর্ক করল’ খালেদা জিয়ার দল বিএনপি!
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত, তাঁকে বিচারের জন্য দেশে ফিরিয়ে আনতে হবে। এই দাবি নিয়ে অপর এক প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি মঙ্গলবার নয়াদিল্লিকে বার্তা পাঠিয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, এবং দেশের মানুষ তাঁর বিচার চায়। আমরা ভারতের কাছে অনুরোধ করছি, তাঁকে দ্রুত হস্তান্তর করুন।”
আলমগির নাম না করে সরাসরি ভারতকে লক্ষ্য করে বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের প্রতিবেশী দেশ হাসিনাকে আশ্রয় দিয়েছে। তিনি সেখান থেকে বাংলাদেশের জনগণের বিজয় নষ্ট করার চক্রান্ত করছেন।” বাংলাদেশে সাম্প্রতিক ক্ষমতা পরিবর্তনের পর বিএনপি দ্রুত শক্তি বৃদ্ধি করছে। এই পরিস্থিতিতে দলের উচ্চ পদস্থ নেতার মন্তব্যকে রাজনৈতিক পর্যবেক্ষকরা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন।
জনবিক্ষোভের ফলে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে আসেন আওয়ামী লীগের নেতা হাসিনা। তিনি তার বোন রেহানার সাথে দিল্লির একটি ‘নিরাপদ ঠিকানায়’ অবস্থান করছেন। সম্প্রতি, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রয়টার্সকে জানান, “শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। দেশের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রীদের উচিত তাঁকে এখন দেশে ফেরত আনা।” এই পরিস্থিতিতে খালেদা জিয়ার দল মঙ্গলবার ভারতের উপর চাপ বাড়িয়েছে।