বাংলাদেশে একের পর এক হিন্দু শিক্ষক-শিক্ষিকাকে বাধ্য করা হচ্ছে সরকারি চাকরি থেকে ইস্তফা দিতে!এখনও পর্যন্ত শিকার ৫০ জন শিক্ষক!
বাংলাদেশে হাসিনা সরকার পতনের মুখে পড়েছে। ছাত্র আন্দোলন যেমন ন্যায়ের দাবি নিয়ে অগ্রসর হচ্ছে, তেমনি তার আড়ালে বিভিন্ন হিংসা ও অরাজকতার ঘটনা ঘটে চলেছে। এই প্রবণতা এখনও চলমান। পূর্বে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনা বারবার ঘটেছে। সাম্প্রতিক খবরে, সরকারি চাকরিতে হিন্দুদের পদত্যাগের ঘটনা নজরে এসেছে।
যদিও অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে, তবে বাস্তবে এর প্রয়োগ অকার্যকর বলে মনে হচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুসারে, গত ৫ অগাস্ট থেকে বাংলাদেশে প্রায় ৫০ জন হিন্দু শিক্ষাবিদ পদত্যাগে বাধ্য হয়েছেন। এছাড়াও, বিভিন্ন সরকারি চাকরির উচ্চপদ থেকে হিন্দুদের সরানোর চেষ্টা চলছে বলে খবর পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অধীনে ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ’ শনিবার একটি সংবাদ সম্মেলনে নির্দিষ্ট পরিসংখ্যান ও দাবি প্রকাশ করেছে।
শুক্লা রায়, যিনি বরিশালের সরকারি বাকিরগঞ্জ কলেজের অধ্যক্ষ ছিলেন, তিনি হেনস্থা ও চাপের মুখে পদত্যাগ করা শিক্ষিকাদের মধ্যে একজন। তাঁকে বলপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছিল। তিনি বলেন, ‘পরিস্থিতি এমন ছিল যে, আমি কেবল পদত্যাগ পত্রে পদত্যাগের কথাটুকুই লিখতে পারি।’ এরপর তিনি সই করে কোনোরকমে ইস্তফা দেন।
বরিশালের সরকারি বাকিরগঞ্জ কলেজের অধ্যক্ষ শুক্লা রায় বলেছেন, ‘পরিস্থিতি এমন ছিল যে, আমি কেবল ‘পদত্যাগ করলাম’ লিখতে সক্ষম হয়েছি।’
Bangladesh: Nearly 50 Hindu academicians have been forced to resign from government jobs since August 5.
(@JournoAshutosh )#news #Bangladesh #ITVideo @chetnavasudevan pic.twitter.com/LP2vx6GMV3— IndiaToday (@IndiaToday) September 1, 2024
বাংলাদেশের কয়েকজন শিক্ষক ইন্ডিয়া টুডের সাথে কথা বলেছেন, এবং তারা নিশ্চিত করেছেন যে বাংলাদেশের হিন্দু শিক্ষকদের পদত্যাগের ঘটনা সত্য।
একজন অধ্যাপক ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, ‘আমি সঞ্জয় কুমার মুখার্জী, সহকারী অধ্যাপক, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং গভর্ন্যান্স স্টাডিজ বিভাগের, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। আমাকে বিভাগীয় প্রধানের পদ থেকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, এবং এতে আমরা অত্যন্ত দুর্বল বোধ করছি।’
অভিযোগ উঠেছে যে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর পরপর আক্রমণ হচ্ছে। হিন্দুদের দোকান ও বাড়িতে ভাঙচুর এবং লুটপাটের মতো ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
এই বিষয়ে লেখিকা তসলিমা নাসরিন বলেন, ‘বাংলাদেশে হিন্দু শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। সাংবাদিক,মন্ত্রী, আগের সরকারের আধিকারিকদের হত্যা, হয়রানি, কারারুদ্ধ করা হচ্ছে, আহমদী মুসলমানদের শিল্প-কারখানা,সুফি মুসলমানদের মাজার ও দরগা পুড়িয়ে দিয়েছে।প্রধান উপদেষ্টা ইউনূস এর বিরুদ্ধে কিছু বলেন না।