বাংলাদেশকে দ্রুত করোনা ভ্যাকসিন জোগানের আশ্বাস ভারতীয় রাষ্ট্রদূতের!
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জেরে নাজেহাল বাংলাদেশ । ভ্যাকসিনের পর্যাপ্ত জোগান না থাকায় ধাক্কা খেয়েছে করোনার বিরুদ্ধে লড়াই। ভ্যাকসিনের জোগান নিয়েই চলছে ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েন। এহেন পরিস্থিতিতে বাংলাদেশকে দ্রুত টিকার জোগান দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সাংবাদিকদের বলেন, “ভারতে ভ্যাকসিন উৎপাদন দ্রুত বাড়ছে। আশা করছি খুব শীঘ্রই চুক্তি অনুযায়ী ভারতীয় ভ্যাকসিন বাংলাদেশকে সরবরাহ করতে পারব।” তিনি বলেন ভারতের দিল্লি-সহ বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ভারতের বন্ধুপ্রতিম রাষ্ট্র বাংলাদেশকে প্রাধান্য দিয়েই ভ্যাকসিন সরবরাহ করা হবে।
ভ্যাকসিনের সংকট কাটাতে বিভিন্ন দেশ থেকে টিকা আমদানি করছে বাংলাদেশ। প্রথমে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকেই ভ্যাকসিন চেয়ে পাঠায় শেখ হাসিনা সরকার। ফেব্রুয়ারি মাসে সেই ভ্যাকসিন দিয়েই দেশে গণটিকাকরণ শুরু হয়। ভারতে ভ্যাকসিনের বিপুল চাহিদা ও উৎপাদন কম হওয়ায় মাঝে টিকা রপ্তানি বন্ধ ছিল সেরামের তরফে। ভারত ছাড়াও চিন, রাশিয়া থেকেও টিকা কিনছে বাংলাদেশ। এদিকে, WHO’র আন্তর্জাতিক টিকাকরণ প্রকল্প ‘COVAX (কোভ্যাক্স)’-এর আওতায় বাংলাদেশ বেশ কিছু টিকা পাবে আমেরিকার ও অন্যান্য উন্নত দেশগুলির পক্ষ থেকে ।