রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে যৌন নির্যাতনের শিকার হয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) । সম্প্রতি সমাজমাধ্যমে ইমরান খানের শারীরিক পরীক্ষার একটি প্রতিবেদন ভাইরাল হয়েছে, যেখানে এই বিষয়ে উল্লেখ রয়েছে। ৩ মার্চ অজ্ঞান অবস্থায় তাঁকে জেল থেকে উদ্ধার করা হয়। সূত্রের খবর অনুযায়ী, তাঁর শরীরে একাধিক অত্যাচারের চিহ্ন পাওয়া গেছে। তবে, এখনও পর্যন্ত জেল কতৃপক্ষ বা ইমরানের পরিবারের পক্ষ থেকে যৌন নির্যাতনের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
২০২৩ সালের ৫ আগস্ট তোষাখানা মামলায় গ্রেফতার হন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। প্রথমে তাঁকে পাঞ্জাব প্রদেশের অটোক জেলে রাখা হয়। পরে সেখান থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে স্থানান্তরিত করা হয়। কারাগারে থাকা অবস্থায় ইমরানের আত্মীয়রা একাধিকবার তাঁর প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেন। ইমরানের অভিযোগ, তাঁকে জেলের ভেতরে সন্ত্রাসীদের জন্য নির্ধারিত একটি কুঠুরিতে রাখা হয়েছে।
এর পরেই ৩ মার্চ ইমরান খানকে অজ্ঞান অবস্থায় কারাগার থেকে বের করে রাওয়ালপিণ্ডির পাকিস্তান এমিরেটস মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সেখানকার মেডিক্যাল রিপোর্ট নিয়ে ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে। ইমরানের শারীরিক পরীক্ষার এই রিপোর্টে জানা যে, তাঁকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে, তার প্রমাণ পাওয়া গেছে। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে পায়ুদ্বার।

এই রিপোর্টে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য ডন’ দাবি করেছে যে, এই কুকীর্তি একজন পাক সেনা মেজরের দ্বারা সংঘটিত হয়েছে। রিপোর্টটি রাওয়ালপিণ্ডির পাকিস্তানি সেনার সদর দপ্তরে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেছে ‘দ্য ডন’ । ইমরানের পরিবার আগেই তাঁর ওপর প্রাণাঘাতী হামলার আশঙ্কা প্রকাশ করেছিল। এবার যৌন নির্যাতনের খবরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।