ভারতের আদানি গোষ্ঠী বিদ্যুতের জন্য বাংলাদেশকে আর কোনও ছাড় দিতে রাজি নয়। তাদের সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ করা হবে ভারত থেকে, কিন্তু কোনও বাড়তি ছাড় বা কর ছাড়ের সুবিধা ঢাকা পাবে না। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশের এই সংক্রান্ত অনুরোধ খারিজ করেছে আদানিদের বিদ্যুৎ সংস্থা আদানি পাওয়ার।
ঝাড়খণ্ডে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সমগ্র বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ২০১৭ সালের চুক্তি অনুযায়ী, ঝাড়খণ্ডের গোড্ডায় তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে রফতানি করা হয় ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু গত অক্টোবরে এই সরবরাহের পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছিল মুহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার। তাদের কাছে আদানিদের বিদ্যুতের খরচ বাবদ বকেয়া রয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বেশি। এই বিপুল বকেয়ার কথা মাথায় রেখে এবং শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকায় সরবরাহের পরিমাণ অর্ধেক করার কথা জানিয়েছিল ঢাকা। এরপর নভেম্বর থেকে গোড্ডায় একটি ইউনিট চালু রেখেছিল আদানি গোষ্ঠী ।
সম্প্রতি গ্রীষ্মের কথা মাথায় রেখে আদানিদের কাছে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের আবেদন জানানো হয়েছে। সেই সঙ্গে অতিরিক্ত কর ছাড় এবং মোট বকেয়া অর্থে ছাড়ের অনুরোধ করেছিল ঢাকা। বাংলাদেশের বিদ্যুৎ সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) আদানি পাওয়ার কর্তৃপক্ষের কাছে এই মর্মে অনুরোধ জানিয়েছিল, কিন্তু তা খারিজ হয়েছে। ২০১৭ সালের চুক্তি অনুযায়ী, ২৫ বছর আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে।
বিপুল বকেয়া পরিশোধ করার জন্য আদানি গোষ্ঠী ইতিমধ্যেই বাংলাদেশকে তাড়া দিয়েছে। অক্টোবরেই তারা বিপিডিবি-কে একটি চিঠি দেয়। সেখানে জানানো হয়েছিল, টাকা না মেটালে চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। তারপর তিন মাসের জন্য অর্ধেক বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আবার সম্পূর্ণ সরবরাহ চালু হচ্ছে। সূত্রের খবর, গত মঙ্গলবার এ বিষয়ে বিপিডিবি-র সঙ্গে আদানি পাওয়ারের আধিকারিকদের বৈঠক হয়েছে।
রয়টার্সের সূত্রে জানা গেছে, আদানি গ্রুপ এবার বাংলাদেশকে সামান্যতম ছাড় দিতে রাজ হয়নি। বিপিডিবি পারস্পরিক বোঝাপড়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তাতেও আদানি কর্তৃপক্ষ সম্মতি দেয়নি। বিপিডিবি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি । তবে আদানি পাওয়ারের বকেয়া পরিশোধের চেষ্টা চলছে বলে আগেই দাবি করেছিলেন বিপিডিবির চেয়ারপারসন মোহাম্মদ রেজাউল করিম।