নদিয়ার কল্যাণীর রথতলায় বাজি কারখানায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। বিস্ফোরণে মৃত্যু হয় এক ব্যক্তির। সেই মৃতের পরিবারকে এবার বিরোধী দলেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে দু লক্ষ এক হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান হবে বলে জানানো হয়েছে।
আজ, অর্থাৎ মঙ্গলবার, নদিয়ার কল্যাণীর রথতলায় বাজি বিস্ফোরণ স্থলে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারী। এদিন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ সহ একাধিক বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদন করেন বিরোধী দলনেতা।
বাজি বিস্ফোরণ কাণ্ড রাজ্য সরকারকে কটাক্ষ করে তীব্র ভর্ৎসনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধুমাত্র রাজ্য সরকারকেই নয়, রানাঘাট পুলিশের সুপারকেও এই ঘটনায় তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ।
বিরোধী দলনেতা বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে এমন একাধিক বাজি কারখানা রয়েছে, যেখানে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়া বেআইনিভাবে বাজি তৈরির কারবার চলছে। এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।