কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, বাজেটে সংস্কারের দিশা দেখানো হয়েছে। মোদী এই বাজেটকে জনতা জনার্দনের বাজেট বলে উল্লেখ করেছেন। তিনি অর্থমন্ত্রী ও তার গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী কংগ্রেস সরকারের বিরুদ্ধে দেশে লুটতরাজ চালানোর অভিযোগও করেছেন।
মোদী বলেন, এই বাজেট দেশেক গুণক প্রভাব(Multiple Effect) সৃষ্টি করবে, যার ফলে দেশে একাধিক কর্মসংস্থান তৈরি হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও জাহাজ নির্মাণের (Ship Building) ক্ষেত্রে এই বাজেট গতি আনবে বলে মত মোদীর।
পরমাণু ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের পথ আরও প্রশস্ত হয়েছে বলে দাবি করেন মোদী। বলেন, সাধারণত সরকারের ভাঁড়ার কী ভবে সেই মাথায় রেখে বাজেট তৈরি করা হয়। কিন্তু এবারের বাজেট উল্টো। কীভাবে আমজনতার পকেট ভরবে তাতে গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে।
বাজেটে রোজগারের সমস্ত ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে। পর্যটন কেন্দ্রে পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। পর্যটন ও সেবাক্ষেত্রে রোজগারের উপায় ও সুযোগ বাড়ানো হয়েছে বলে দাবি করেন মোদী। কর্মসংস্থানে বিপুল গতি দেবে এই বাজেট। এই বাজেট সঞ্চয়, বিনিয়োগের পাশাপাশি ভোগব্যয়ের প্রবণতাও বাড়বে বলে জানান মোদী। বাজেটে মধ্যবিতদের জন্যে বিরাট স্বস্তি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী।
আয়করে বিপুল ছাড়ের ফলে মধ্যবিত্তরা অনেক লাভবান হবে বলে জানান নরেন্দ্র মোদী। এমনকি যারা নতুন চাকরি পেয়েছেন, তাদের ক্ষেত্রেও এই করমুক্তি অনেক স্বস্তি দেবে বলে তিনি উল্লেখ করেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনা শর্তে ঋণ প্রদানের সিদ্ধান্তের প্রশংসা করে মোদী বলেন, এস সি, এসটি এবং মহিলাদের এমএমইতে (SME)উপকার হবে।
মোদী বলেন, উৎপাদন শিল্পে ৩৬০ ডিগ্রি নজর দেওয়া হয়েছে। বিশ্ব বাজারে ভারতীয় পণ্য নজির গড়বে বলে জানান মোদী। আগামী দিনে আরও বড় সংস্কার আনার পথ সুগম করে দিয়েছে এই কেন্দ্রীয় বাজেট। প্রধানমন্ত্রী ধনধান্য যোজনার আওতায় ১০০টি জেলার কৃষিব্যবস্থা আরও উন্নত হবে বলে জানান মোদী।
প্রসঙ্গত, শনিবার সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এতে মধ্যবিত্তের জন্য বিপুল কর ছাড়ের ঘোষণা করা হয়েছে। নতুন কর কাঠামোয় বার্ষিক ১২ লক্ষ টাকা আয় পর্যন্ত কোনও কর হবে না।
1 Comment
Pingback: গাড়িতে হামলা করে সিনিয়র তৃণমূল বিধায়ককে হত্যার চেষ্টা দুষ্কৃতীদের! - প্রথম খবর