আরও ধনী হলেন বিশ্বের ধনীতম ব্যক্তি Jeff Bezos
তিনি এমনিতেই বিশ্বের ধনীতম ব্যক্তি। কিন্তু কথাতেই বলে ঈশ্বর যখন দেন, তখন ছপ্পর ফুঁড়েই দেন। এবার পেন্টাগনের দৌলতে রেকর্ড পরিমাণে বাড়ল জেফ বেজোসের সম্পত্তির পরিমাণ। এই মুহূর্তে তাঁর সম্পত্তির পরিমাণ ২১ হাজার কোটি ডলার!রুপিতে হিসাব করলে যা দাঁড়ায় ১৬ লক্ষ কোটি টাকায়।
কিন্তু কিভাবে নতুন করে এই জোয়ার এল তাঁর সম্পদের পরিমাণে? আসলে বেজোসের সংস্থা আমাজনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের সঙ্গে ক্লাউড কম্পিউটিংয়ের চুক্তি বাতিল করেছে পেন্টাগন। এর প্রভাবেই রাতারাতি আমাজনের শেয়ার বেড়ে গিয়েছে ৪.৭ শতাংশ। ফলে বেজোসের সম্পত্তি বাড়ল ৮৪০ কোটি ডলার তথা রুপিতে হিসাব করলে যা দাঁড়ায় ৬ লক্ষ ২৭ কোটি টাকারও বেশি।