মিষ্টি বিক্রি করেও যে হিট হওয়া যায় তা মিঠাইকে না দেখলে বোঝার উপায় নেই। আসলে কি নেই এই ধারাবাহিকে, মিঠাই মিষ্টি স্বভাবের, পরিবারকে আগলে রাখতে জানে, ভালো রান্না জানে, এমনকি বরের সেবা করতে যানে। এছাড়া বিবাহ বিচ্ছেদ নিয়ে চলছে টানটান পর্ব।
১.মিঠাই – ১০.৫
২.অপরাজিতা অপু – ৯.০
৩.যমুনা ঢাকি – ৭.৫
৪.কৃষ্ণকলি – ৭.৪
৫.খড়কুটো – ৭.৩
৬.রানী রাসমণি – ৭.০
৭.শ্রীময়ী ও মহাপীঠ তারাপীঠ – ৬.৭
৮.গঙ্গারাম – ৬.৪
৯.বরণ – ৫.৯
১০.জীবন সাথী – ৫.৭
১১.গ্রামের রাণী বীণাপাণি – ৫.৬
১২.ফেলনা – ৫.১
১৩.কড়ি খেলা – ৫.০
১৪.রিমলি – ৪.৯
১৫.এই পথ যদি না শেষ হয়ও দেশের মাটি যৌথ ভাবে – ৪.৬
১৬.খেলাঘর – ৪.১
১৭.তিতলি – ৩.৬
১৮.রাধাকৃষ্ণ ও মোহর – ২.৪
১৯.কি করে বলবো তোমায় – ২.৫
২০.ওগো নিরুপমা ও ধ্রুবতারা – ২.৪
২১.মঙ্গলময়ী সন্তোষী মা – ১.৯
২২.সাঁঝের বাতি – ১.৭
২৩.জয় হনুমান – ১.২
রিয়্যালিটি শো গুলি কম যায়না। ইদানিং ড্যান্স শো গুলি জমে জমজমাট। শনি রবি করে দুটি চ্যানেলের ড্যান্স শো এখন দর্শকদের বিনোদনের সেরা প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। দেখুন রিয়্যালিটি শো গুলো কে কাকে টেক্কা দিচ্ছে।
১.ড্যান্স বাংলা ড্যান্স – ৬.০
২.ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন টু – ৪.৮
৩.দিদি নাম্বার ওয়ান – ৪.০
৪.রান্নাঘর – ১.৭