ভুয়ো ভ্যাকসিন সম্রাট দেবাঞ্জন দেবের কাণ্ড দিয়ে শুরু। তারপর নীল ও লালবাতি লাগানো গাড়িতে বছরের পর বছর ঘোরা একাধিক ভুয়ো আধিকারিকদের হদিশ মিলেছে এ রাজ্যে। যা নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করেছেন বিরোধীরা। তুমুল সমালোচনার মুখে তাই গাড়িতে লাল ও নীলবাতি ব্যবহার নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।
আইন বহির্ভুত ভাবে নীল ও লাল বাতির ব্যবহার রুখতেই শুক্রবার নতুন নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার ।সেই নির্দেশিকা অনুযায়ী কেড়ে নেয়া হলো বিরোধী দলনেতা-রাজ্যপাল-প্রধান বিচারপতির গাড়ির নীলবাতি!
গাড়িতে লাল বা নীল বাতি ব্যবহার করতে পারবেন এই নিম্নলিখিত পদাধিকারীরাই ।
১) মুখ্যমন্ত্রী-সহ রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী,প্রতিমন্ত্রী
২) মুখ্য সচিব
৩) ডিভিশনাল কমিশনার
৪) অতিরিক্ত মুখ্য সচিব,প্রধান সচিব
৫) ডিজি দমকল
৬)রাজ্য পুলিশের ডিজি
৭) আয়কর ও শুল্ক দপ্তরের কমিশনার
৮) পুলিশের আই জি ও ডি আই জি
৯) স্ব স্ব এলাকার মিউনিসিপাল কমিশনার-
১২)স্ব স্ব এলাকার সাব ডিভিশনাল অফিসার, পুলিশের সাব ডিভিশনাল অফিসার
১৩) বিভিন্ন জেলার পুলিশ সুপার-শুধুমাত্র নিজ এলাকায়
এই তালিকা ছাড়া অন্য কোন আধিকারিক গাড়িতে লাল বা নীল বাতি ব্যবহার করলে উপযুক্ত আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও স্পষ্ট করা হয়েছে।