ঝালদায় নিহত তপন কান্দু ও নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে উপস্থিত শুভেন্দু অধিকারী !
পুরুলিয়ার ঝালদায় নিহত তপন কান্দু ও নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করলেন শুভেন্দু অধিকারী !
গত ১৩ই মার্চ পুরুলিয়ার ঝালদা পৌরসভার কাউন্সিলর কংগ্রেস নেতা তপন কান্দুকে নৃশংস ভাবে হত্যা করে দুষ্কৃতীরা। এই ঘটনার কয়েকদিন পর সেই হত্যার ঘটনার একমাত্র সাক্ষী নিহত তপন বাবুর বন্ধু নিরঞ্জন বৈষ্ণব এর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় তার ঘরে পাওয়া যায়।
আজ ওনাদের দুজনের বাসভবনে গেলেন বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী । নিহত তপন বাবু ও নিরঞ্জন বাবুর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করে ওনাদের সহধর্মিণীদের সাথে সাক্ষাৎ করে কথা বলেন শুভেন্দু অধিকারী ।
নিহত নিরঞ্জন বাবুর সহধর্মিণী সরাসরি ঝালদা থানার আই সি র বিরুদ্ধে অভিযোগ করেছেন। দুটি কেসেই মহামান্য আদালতের নির্দেশে সিবিআই তদন্ত চলছে। শুভেন্দু অধিকারী বলেন আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি দোষীদের নাম মানুষের সামনে আসবে। দুটি শোকসন্তপ্ত পরিবারেরই পাশে থাকার আশ্বাস দেন তিনি । শুভেন্দু অধিকারীর সাথে ছিলেন পুরুলিয়ার সম্মানীয় সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো ও স্থানীয় বিধায়কবৃন্দ।