কাশীপুরে নিহত বিজেপি নেতার ময়নাতদন্ত ঘিরে বিতর্ক তুললেন ফিরহাদ হাকিম। ‘কম্যান্ড হাসপাতালে ময়নাতদন্ত নিরপেক্ষ হবে তো’, প্রশ্ন ফিরহাদের ।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘তদন্তের আগে খুন না আত্মহত্যা বলা যায় না।’ এদিন অমিত শাহ-র বক্তব্য নিয়ে প্রশ্ন করেন ফিরহাদ হাকিম।প্রসঙ্গত , শুক্রবার কাশীপুরে নিহত বিজেপি কর্মীর বাড়িতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় জনতা পার্টি নিহত অর্জুন চৌরাসিয়ার পরিবারের পাশে থাকবে। এই ঘটনায় নবান্নর থেকে রিপোর্ট তলব করা হয়েছে’, বলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ‘একজন ব্যাক্তির মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে , এজেন্সি কোনও রিপোর্ট চাওয়ার আগে , এমনকি পোস্টমর্টাম হওয়ার আগেই কিভাবে কেন্দ্রীয় মন্ত্রি দাঁড়িয়ে সিবিআই (CBI )তদন্তের কথা বলেছেন।’
ফিরহাদের দাবি, কেন্দ্রের মন্ত্রীই ঠিক করে দিচ্ছেন সেনাবাহিনীর অধীনে পোস্টমর্টম হবে। তাই পোস্ট রিপোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফিরহাদ। তার মতে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশিত পথে এই ময়নাতদন্ত যিনি করবেন, তিনি কি নিরপেক্ষতা বজায় রাখতে সক্ষম হবেন ?
‘যদি নিরপেক্ষভাবে পোস্টমর্টেম রিপোর্ট দেন এবং সেখানে প্রমাণিত হয়, অর্জুন চৌরাশিয়া আত্মহত্যা করেছিলেন, তাহলে কি ওই পোস্টমর্টেম আধিকারিকের চাকরি থাকবে ? নিরপেক্ষভাবে আসলে যাতে তদন্ত হয়, আসল সত্য যাতে উদঘাটিত হয়’, সেই বিষয়েও আবেদন জানিয়েছেন ফিরহাদ।
বিশ্বস্ত সূত্রের খবর, ময়নাতদন্তের সময় আরজিকর হাসপাতালের ফরেন্সিক বিশেষজ্ঞ পাশাপাশি উপস্থিত থাকবেন কল্যাণী এইমস হাসাপাতালের চিকিৎসক।এছাড়া কম্যান্ড হাসপাতালের চিকিৎসকেরাও উপস্থিত থাকবেন।