রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূলকে নিশানা সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের ৷ পাশাপাশি, বিভিন্ন ক্ষেত্রে সিবিআই যে তদন্তগুলি করছে, তা আসলে মোদি ও মমতার মধ্যে হওয়া বোঝাপড়ার অংশ ৷ এমনটাই বীরভূমে সিপিআইএম এর একটি কর্মসূচিতে গিয়ে এমনটাই অভিযোগ করেন মহম্মদ সেলিম ৷
রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে সিবিআই এর তদন্ত কতটা সঠিকভাবে হচ্ছে ? সেই প্রশ্ন তুলেছেন মহম্মদ সেলিম ৷ রাজ্যে সিআইডি ও পুলিশ প্রশাসনকে তৃণমূল দলদাসে পরিণত করেছে বলে অভিযোগ করেন তিনি ৷ কেন্দ্রে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ গোয়েন্দা সংস্থা সহ CBI কে নিজেদের সুবিধা মত ব্যবহার করে বলে অভিযোগ করেন মহম্মদ সেলিম।
উল্লেখ্য গতকাল মহম্মদ সেলিম বলেন মাইনে দিয়ে পুলিশ না রেখে, কুকুর পোষা উচিত সরকারের ৷ রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে নিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন ৷ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণপুরে সিপিআইএম-এর একটি কর্মসূচিতে গিয়ে এ কথা বলেন তিনি ৷ তাঁর অভিযোগ রাজ্যের পুলিশ অপরাধ চোখে দেখে না ৷ তার চেয়ে বিদেশী কুকুর পুষলে, সে গন্ধ শুকে অপরাধের হদিশ দিত বলে দাবি করেন ৷আজ রামপুরহাটের জনসভা থেকেও একই কথা বলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।তিনি বলে আমি দুঃখপ্রকাশ করে বলছি আমি কুকুরদের অপমান করেছি এই দলদাস পুলিশের সাথে তুলোনা করে !