বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতেই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা । কবিগুরুর নোবেল চুরির সঙ্গে জড়িত তৃণমূল কংগ্রেস(TMC)!
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তীতে রাহুল সিনহার এই দাবি ঘিরে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এদিন রাহুল সিনহা বলেন, ”জাগোবাংলায় লেখা হয়েছে, নোবেল কোথায়? আমি বলছি সমস্ত চুরির সঙ্গে তৃণমূল কর্মীরাই জড়িত।রাজ্য সরকার প্রতি পদে পদে যে রকমভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে অসহযোগিতা করে এসেছে, বাধা সৃষ্টি করেছে, ঠিক সেভাবেই নোবেল চুরির তদন্তের ক্ষেত্রেও একই ভূমিকা নিয়েছে। ।”
প্রসঙ্গত , ২০০৪ সালের মার্চ মাসে বিশ্বভারতীর সংগ্রহশালা থেকে চুরি হয়ে যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কারটি। এর ছয় দিন পর সিবিআই (CBI) এই চুরির তদন্তভার গ্রহণ করে। ২০০৭ সালের অগাস্ট মাস পর্যন্ত তদন্ত চলে। ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকার পর তদন্ত ফের শুরু হয় আদালতের নির্দেশে। ২০০৯ সাল জানা যায়, তদন্ত আর এগোচ্ছে না। ২০১০ সালের আগস্টে আদালত ফের সিবিআই কে তদন্ত করার নির্দেশ দেয়।