আলিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে ফের পথে নামল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই(DYFI)।
ডিওয়াইএফআই(DYFI) নেতৃত্বের দাবি, আনিস খানের হত্যা রহস্যের এখনও অবধি কোনও কিনারা হয়নি। সিটের(SIT) তরফে দাবি করা হচ্ছে এটা আত্মহত্যা। কিন্তু সেই দাবি মানতে নারাজ মৃত আনিসের পরিবার ও বাম ছাত্র-যুব সংগঠন।
মঙ্গলবার হাওড়ার আমতার দক্ষিণ খাঁ পাড়ায় আনিস খানের বাড়ি থেকে শুরু হওয়া মিছিলে অংশগ্রহণ করেন স্থানীয় মানুষ। হাওড়ার বিভিন্ন এলাকা ঘুরে মিছিল বৃহস্পতিবার উপস্থিত হবে রানী রাসমনি অ্যাভিনিউয়ে। সেখানেই সমাবেশের ডাক দিয়েছে ডিওয়াইএফআই (DYFI)।
ডিওয়াইএফআই (DYFI) সর্বভারতীয় সম্মেলনে উপস্থিত থাকবেন আনিস খানের বাবা সালেম খান । ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জির হুঁশিয়ারি, আনিস খানের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে শনিবার থেকেই রাজ্যজুড়ে আন্দোলনে নামবে বাম ছাত্র-যুব সংগঠন।
প্রসঙ্গত মৃত আনিস খান এসএফআই(SFI) করতেন। পরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) সঙ্গে ছিলেন। হাওড়ার আমতায় আনিসের বাড়িতে পুলিশি তল্লাশির নাম করে তাঁকে কয়েকজন বাড়ির ছাদ থেকে ফেলে দেয়। এদের একজন পুলিশের পোশাকে ছিল। তবে থানা থেকে পুলিশ পাঠানো অস্বীকার করা হয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Alia University)মেধাবী ছাত্র আনিস খানের পরিবার খুনের অভিযোগ তুলেছে।