
একটি শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শে প্রবেশ করা একজন কিশোর বন্দুকধারী শনিবার যুক্তরাষ্ট্রের বাফেলোর একটি সুপারমার্কেটে গুলি চালিয়ে ১০ জনকে গুলি করে হত্যা করে এবং আরও তিনজনকে আহত করে, যাদের প্রায় সবাই কালো, সাম্প্রতিক আমেরিকার সবচেয়ে মারাত্মক বর্ণবাদী গণহত্যার মধ্যে একটি ইতিহাস।
শনিবার নিউ ইয়র্কের বাফেলোয় এক সুপার মার্কেটে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বছর আঠারোর এক যুবক। তার পরনে ছিল সেনার পোশাক, শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট। মাখায় হেলমেটে লাগানো ক্যামেরায় সে ওই হত্যাকাণ্ডের লাইভ স্ট্রিমিং করছিল।
নিউ ইয়র্ক পুলিস জানিয়েছে মোট ১১ কৃষ্ণাঙ্গকে গুলি করে ওই যুবক। এছাড়াও ২ জন শ্বেতাঙ্গও রয়েছেন আহতের তালিকায়। হামলাকারীর নাম পেটোন জেনড্রোন (Payton S. Gendron )। সে নিউ ইয়র্কের কনক্লিনের বাসিন্দা।
উল্লেখ্য সুপার মার্কেটে এসেই সে ঢোকার আগে ৪ জনকে গুলি করে। সঙ্গে সঙ্গেই ৩ জনের মৃত্যু হয়। ভেতরে ঢুকতেই মার্কেটের এক নিরাপত্তারক্ষী হামলাকারীকে লক্ষ্য করে একাধিক বার গুলি চালায়। কিন্তু সেই গুলিতে তার কোনও ক্ষতি হয়নি কারণ তার পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট।
এক সময় ওই বন্দুকবাজকে কাবু করতে আসরে নামে পুলিশ। পুলিশের সাথে আলোচনার এক পর্যায়ে হামলাকারী নিজের গলায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যার হুমকি দেয়। তবে পুলিস তার সঙ্গে টানা কথাবার্তা চালিয়ে তাকে নিরস্ত্র করে। শেষপর্যন্ত আত্মসমর্পণ করে বন্দুকবাজ ।