ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সোমবারই বিজেপি সভাপতি জে পি নাড্ডার তলবে দিল্লি যান । রাত ১০টা নাগাদ মতিলাল নেহেরু মার্গের জে পি নাড্ডার বাসভবনে প্রায় ৩০ মিনিটের কথাবার্তা সারেন সাংসদ। বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হলেও,বৈঠক থেকে বেরিয়েই আবারও বিস্ফোরক দাবি করতে শোনা গেল অর্জুন সিংকে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিন সাফ জানালেন, ”আমি বিজেপিতে থাকব কি থাকব না সেই উত্তর আগামী ১৫-১৬ দিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।’ সোমবারের ওই বৈঠকে পাটশিল্প ছাড়াও অর্জুন সিং এর সঙ্গে বঙ্গ বিজেপির বর্তমান অবস্থা নিয়েও দীর্ঘ আলোচনা করেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। কিন্তু তারপরও এরকম বোমা ফাটাতে দেখা গেল অর্জুন সিংকে।
উল্লেখ্য বিগত বেশ কিছুদিন ধরেই অর্জুন সিংকে নিয়ে বড়সড় অস্বস্তিতে রাজ্যের গেরুয়া শিবির। দলের অন্দরেই একাধিক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন ব্যারাকপুরের সাংসদ। সোমবার দিল্লি উড়ে যাওয়ার আগে বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে অর্জুন সিং বলেন, ‘মুখ খুললে তো প্রকাশ্যে খুলতে হয়। দলের পদমর্যাদার কোনও লোক ভুল করবে, তো বলব না?’
প্রসঙ্গত বিজেপির অন্দরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে অর্জুন সিংকে দলে ধরে রাখতেই এই বিশেষ বৈঠকের ডাক দিয়েছেন জে পি নাড্ডা। কিন্তু ব্যারাকপুরের সাংসদের এরকম লাগাতার বিদ্রোহের জেরে কার্যতই তাঁর গতিবিধি বা পরিকল্পনা কিছুই উঠতে পারছেন না বিজেপির নেতারা। অর্জুন সিং এর আগেও একাধিকবার ‘সমস্যা সমাধান’ না হলে উলটো পথে হাঁটার হুমকি দিয়েছেন দলকে। ফলে আরও বেড়েছে তাঁর দলত্যাগের জল্পনা।