বামেদের সময়ে চিরকুট দিয়ে,আর তৃণমূলের সময়ে তো নোট দিয়ে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ করা হয় । বৃহস্পতিবার তৃণমূলকে এভাবেই কটাক্ষ করলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee ) ৷
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের জনসভায় অভিযোগ করেন, বাম আমলে চিরকুট দিয়ে টাকা নিয়েছে । তার প্রশ্নের উত্তরে লকেট চট্টোপাধ্যায় এই মন্তব্য করেন । কটাক্ষ করে তিনি বলেন, “নোটে নোটে নোটাক্কার হয়ে গেছে । যেমন বাম, সেই রকম তৃণমূল । একই মঞ্চে মধ্যে দাঁড়িয়ে আছে সব। যে কজন বামে ছিল,এখন সেই কটা তৃণমূলে আছে ।”
বৃহস্পতিবার নিজাম প্যালেসে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল সিবিআই(CBI) দফতরে হাজিরা দিয়ে এসএসকেএম হাসপাতালে যান । এই প্রশ্নের উত্তরে লকেট চট্টোপাধ্যায় বলেন, “আস্তে আস্তে নেতা-মন্ত্রীর ডাক পড়ছে । তাঁরা সিবিআইয়ের ভয়েই হাসপাতালে যাচ্ছেন । আর মন্ত্রীদের মুখে কালি পড়ে গিয়েছে । তাই তাঁর মন্ত্রীদের ধামাচাপা দিতেই মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করছে । সিবিআই-কে বলব সমস্ত বিষয়ে উপযুক্ত তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে ।
SSC চাকরিপ্রার্থীরা মাতঙ্গিনী হাজরা মূর্তির সামনে অবস্থানে বসে । সেখানেই একজন ছাত্রী পুলিশের সামনে আত্মহত্যা করতে যান । এই প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, “দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে । তাঁদের কথা শোনাই হচ্ছে না । এরা এত পিছনের দরজা দিয়ে লোক নিয়োগ করেছে । তাই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোথায় । তাই তারা বাধ্য হয়ে পুলিশের সামনে আত্মহত্যা করতে চাইছে । ছাত্রছাত্রীদের সঙ্গে বসে একটা সুরাহা করা হোক ৷