অবশেষে পেট্রোল-ডিজেলের দামে ছাড় দিল রাজ্য সরকার। রাজ্যবাসীর জন্য যা খানিক স্বস্তির খবর। নবান্নে সাংবাদিক বৈঠকে পেট্রোলের উপর থেকে ২.৮০ টাকা ও ডিজেলে ২.০৩ টাকার ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পেট্রোপণ্যের দামে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার (Central Government)। শনিবারই ছাড় ঘোষণা করা হয় পেট্রোল (Petrol)-ডিজেলের (Diesel) শুল্কে (Excise Duty)। কেন্দ্র সরকারের পর এবার পেট্রোল-ডিজেলের উপরে শুল্ক কমালো রাজ্য সরকার। ফলে আমজনতাকে স্বস্তি দিতে রাজ্যে আরও সস্তা হতে চলেছে পেট্রোল-ডিজেল।
প্রসঙ্গত শনিবার ছাড় ঘোষণা করা হয় পেট্রোল (Petrol)-ডিজেলের(Diesel) শুল্কে (Excise Duty)। এর ফলে অত্যাবশ্যকীয় জিনিসের দাম কমপক্ষে ১০ শতাংশ কমে যাবে, এমনটাই দাবি ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের (Confederation of all India traders)। কেন্দ্রের এই সিদ্ধান্তের পরই বেশ কয়েকটি রাজ্য জ্বালানি তেলের উপর শুল্কের পরিমাণ কমিয়েছে।
এরপরই প্রশ্ন উঠেছিল , এবার কি বাংলায় কমানো হবে পেট্রোল-ডিজেলের কর? অবশেষে আজ পেট্রোলের উপর থেকে ২.৮০ টাকা ও ডিজেলে ২.০৩ টাকার ছাড় ঘোষণা করে আমজনতাকে কিছুটা স্বস্তি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।