আসন সমঝোতাই এখন কাঁটা I.N.D.I.A জোটের। শুধু আপ বা তৃমমূবলই নয় সিপিএমের ভূমিকা নিয়েও এবার প্রশ্ন উঠে পড়ল। লোকসভা নির্বাচন এর আগে বাংলা ও কেরলে ইন্ডিয়ার ঐক্যে বাম আঘাত নেমে আসতে পারে আশঙ্কা করছে রাজনৈতিক মহল।
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছেন, বাংলা ও কেরলে সিপিএম সমঝোতায় না যাওয়ার কথাই ভাবছে। আর তা যদি হয়, সেটা হবে INDIA জোটের ঐক্যে বাম আঘাত। রাজনৈতিক মহলে এই চর্চা শুরু হয়েছে এই জন্যই যে, সিপিএম গত সপ্তাহে ভারত সমন্বয় কমিটির বৈঠকে যোগ দেয়নি।
চৌদ্দ সদস্যের প্যানেলে একটি আসন খালি রাখা হয়েছিল। সিপিএমের জানানোর কথা ছিল তাঁদের প্রতিনিধির নাম। সিপিএম এখনও পর্যন্ত কোনও প্রতিনিধিনর নাম জানায়নি। আর সমন্বয় কমিটির বৈঠকও এড়িয়ে গিয়েছে। তা থেকেই মনে করা হচ্ছে সিপিএম বাংলা ও কেরালায় INDIA জোটের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে চলেছে।
বাংলায় সিপিএমকে লড়তে হবে ইন্ডিয়া জোটের শরিক মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এবং কংগ্রেসের বিরুদ্ধে। আর কেরলে তাঁদের মূল লড়াই কংগ্রেসের সঙ্গে। এই দুটি রাজ্যে সিপিএম তৃণমূল ও কংগ্রেসে বিরুদ্ধে প্রার্থী দিতে চাইছে। বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটের পথে হাঁটলেও কেরলে তারা চায় না কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে।
সিপিএম সূত্রের খবর, বাংলায় বিজেপি এবং তৃণমূল উভয়ের থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। আর কেরলে তাদের লড়াই মূলত কংগ্রেসের সঙ্গেই। তাই আগামী বছরের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করার প্রয়াসে ঐক্যবদ্ধতার পথে অন্তরায় হয়ে উঠছে এই দুই রাজ্য।
দিল্লিতে সিপিএমের পলিটব্যুরোর বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই সিদ্ধান্তগুলি বিরোধী ভোটের বিভাজন নিশ্চিত করবে বলেই মনে করা হচ্ছে। যদিও বৈঠকের পরে সিপিএম পলিটব্যুরোর বিবৃতিতে এই সিদ্ধান্তগুলি স্পষ্ট করা হয়নি৷
এদিকে সোমবার দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।সিপিএমের সমন্বয় কমিটিতে না থাকার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে অভিষেক বলেন, ‘আমি সিপিএমের রাজনৈতিক অবস্থান সম্পর্কে অবহিত নই। সেই কারণে এই নিয়য়ে কোনও মন্তব্য না করাই ভালো। তবে বিজেপির বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা প্রত্যেক বিরোধী দলকে স্বাগত জানিয়েছি এবং কমিটির সদস্য হওয়ার আবেদন জানানো হয়েছে। সিপিএম বা অন্য রাজনৈতিক দল কী বলবে বা কী সিদ্ধান্ত নেবে এটা সম্পূর্ণ তাদের ব্যাপার।’