স্বাস্থ্যমন্ত্রী মমতাকে ডেঙ্গি নিয়ে ছয় জিজ্ঞাসা বিজেপি বিধায়কদের!
রাজ্যের ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিলেন বিজেপি বিধায়করা। ডেপুটেশন বিজেপি বিধায়কদের সাথে নিয়ে মঙ্গলবার আচমকাই স্বাস্থ্য ভবনে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও পুলিশি বাধায় স্বাস্থ্য ভবনে ঢুকতে পারেননি বিজেপি বিধায়করা । এর পরই বিধানসভায় ফিরে বিজেপির ২৪ জন বিধায়ক মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন ।
এই চিঠিতে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, তা বিশদ আকারে জানতে চেয়ে মোট ছ’টি প্রশ্ন করা হয়েছে। সেখানে স্বাস্থ্য সংক্রান্ত খাতে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থ কী ভাবে খরচ করা হয়েছে তা জানতে চেয়েছে তারা ।
বিজেপি বিধায়করা চিঠিতে লিখেছেন, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের (এনএইচএম) অধীনে কেন্দ্রীয় সরকার কত পরিমাণ অর্থ বরাদ্দ করেছে? উক্ত খাতে প্রাপ্ত অর্থ কোথায় খরচ করা হয়েছে? ডেঙ্গি রুখতে ‘ভেক্টর কন্ট্রোল টিম’ (VCT ) ও ভিলেজ রিসোর্স পার্সন (VRP )-তে কত অর্থ ব্যয় করা হয়েছে? এডিস মশার বাড়বাড়ন্ত রুখতে রাজ্য স্বাস্থ্য দফতর কী পদক্ষেপ করেছে জানাতে চাওয়া হয়েছে।
বিজেপি বিধায়করা অভিযোগ করেছে ,ডেঙ্গি নিয়ে রাজ্য সরকার সঠিক তথ্য দিচ্ছে না । এমনকি, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককেও ডেঙ্গি সংক্রান্ত বিষয়ে নতুন তথ্য দেওয়া হচ্ছে না।