মমতাকে অধীর যে ভাষায় আক্রমণ করছেন,তা ঠিক নয়।বন্ধ হওয়া উচিত !বিস্ফোরক শরদ পাওয়ার !
I.N.D.I.A জোটের আসন বন্টন সমস্যা মেটার নয় তা হল পশ্চিমবঙ্গ ও কেরল। পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধিতার সঙ্গে শাসক তৃণমূলের বিরোধিতা চালিয়ে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস(TMC )। এবার তৃণমূলের কথাই কার্যত শোনা গেল এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের গলায়।
কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে ২০২৪ এ লোকসভা নির্বাচনের লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কংগ্রেসকেও মতভেদ দূর করার পরামর্শ দিয়েছেন NCP প্রধান শরদ পাওয়ার।
প্রকাশিত খবর অনুযায়ী, NCP প্রধান প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটু ভাষা প্রয়োগ করতে বিরত থাকতে বলেছেন।
উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি স্পেন সফর থেকে ফিরেছেন। অধীর চৌধুরী রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছিলেন, তিনি স্পেন সফর করতে পারেন, কিন্তু রাজ্যবাসীর ব্যাথা বুঝতে পারেন না। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অধীর চৌধুরী নিষ্ক্রিয়তার অভিযোগও করেছিলেন। অধীর চৌধুরী আরো বলেছিলেন,৩ লক্ষ টাকা খরচ করে তিনি কীভাবে মাদ্রিদের হোটেলে থাকেন। মানুষকে আর বোকা না বানাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন অধীর চৌধুরী।
এ নিয়ে শরদ পাওয়ার বলেছেন, অধীর চৌধুরী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত তিক্ত। এছাড়াও কটূ কথা বলারও অভ্যাস রয়েছে অধীর চৌধুরীর । এটা ভাল নয়, এটা করা উচিত নয়। তবে এটা বিরোধী I.N.D.I.A জোটের ওপরে প্রভাব ফেলবে না বলেই মনে করেন শরদ পাওয়ার।