ব্যাঙ্কে রাখা ১৮ লক্ষ টাকা কুরে কুরে খেল উইপোকা, লকার খুলে তাজ্জব বনে গেলেন মহিলা!
উত্তরপ্রদেশের মোরাদাবাদে এক মহিলা মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলেন। কারণ ব্যাঙ্কের লকারে রাখা ১৮ লক্ষ টাকা উইপোকায় কাটল। যা মহিলাটি তাঁর মেয়ের বিয়ের জন্য গচ্ছিত রেখেছিলেন।
উত্তরপ্রদেশের মোরাবাদের বাসিন্দা অলকা পাঠক। গত বছর অক্টোবরে ব্যাঙ্ক অব বরোদার (Bank of Baroda )আশিয়ানা শাখায় তাঁর লকারে ১৮ লক্ষ টাকা নগদ রেখেছিলেন।মেয়ের বিয়ের জন্য ব্যাঙ্কের লকারে লক্ষ লক্ষ টাকা রেখে নিশ্চিন্তে ছিলেন মহিলা।লকারের চুক্তি নবিকরণের জন্য সম্প্রতি ব্যাঙ্কের কর্মীরা তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন।
অলোকা পাঠক ব্যাঙ্কে এসে ব্যাঙ্কের কাজকর্ম সেরে তিনি তাঁর লকার খোলেন। লকার খুলতেই মাথায় হাত । যে ১৮ লক্ষ টাকা রেখে ছিলেন সেগুলি উইপোকার আক্রমণে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যা দেখে রীতিমত অবাক ওই মহিলা ও ব্যাঙ্কের কর্মকর্তারা।
গোটা বিষয়টি তৎক্ষণাৎ রিপোর্ট করা হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষকে। অলোকা পাঠক জানিয়েছেন,ব্যাঙ্ক অব বরোদার কর্তৃপক্ষ তাঁকে পুরোপুরি সাহায্য করছে না। তিনি পুলিশের দ্বারস্থ হবেন।
প্রসঙ্গত রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী ব্যাঙ্কের লকারে নগদ রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। গয়না ও নথির মত মূল্যবান সম্পত্তি ব্যাঙ্কের লকারে রাখা যাবে,কিন্তু টাকা বা পয়সা ব্যাঙ্ক লকারে রাখা যাবে না।
ব্যাঙ্ক অব বরোদার (Bank of Baroda) ওয়েবসাইটে বলা হয়েছে যে “চুরি, ডাকাতি বা ডাকাতির কারণে” লকার সামগ্রীর যে কোনও ক্ষতির জন্য ব্য়াঙ্ক দায়ী থাকবে৷ ব্যাঙ্ক আপনাকে লকারের বার্ষিক ভাড়ার ১০০ গুণ দিতে দায়বদ্ধ থাকবে। একই শর্ত আগুন,জালিয়াতি বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।