Lok Sabha Election 2024: I.N.D.I.A জোটের নামে ভোট হবে না বাংলায় ,সাফ কথা মহঃ সেলিমের।
I.N.D.I.A জোটের সমন্বয় কমিটির ১৪ নম্বর জায়গাটি সিপিএমের(CPM) জন্য খালি রাখা হয়েছিল।বাংলায় I.N.D.I.A জোটে থাকছে না, পুজোর পর কথা শুরু হবে কংগ্রেস-নওশাদদের সঙ্গে, সাফ জানিয়ে দিলেন মহঃ সেলিম।
বিজেপি বিরোধী I.N.D.I.A জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সীতারাম ইয়েচুরির উপস্থিতি বঙ্গ সিপিএমের(CPM) নিচুতলায় বিস্তর ক্ষোভের সঞ্চার করেছিল। আজ শনিবার রাজ্য সিপিএমের ফেসবুক পেজ থেকে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়ে দিলেন, I.N.D.I.A কোনও নির্বাচনী জোট নয়। মহঃ সেলিমের সাফ কথা, ‘‘ I.N.D.I.A জোটের নামে ভোট হবে না বাংলায়।’’
রাজ্য সিপিএমের(CPM)লক্ষ্য স্পষ্ট করে দিয়ে মহঃ সেলিম পরিষ্কার বলেছেন, ‘‘বাংলায় তৃণমূল, বিজেপি উভয়ের বিরুদ্ধেই আমাদের লড়াই চলবে!’’
কয়েক দিন ধরেই সিপিএমের(CPM) রাজ্য কমিটির সামাজিক মাধ্যম থেকে প্রচার করা হচ্ছিল, দলের কর্মী-সমর্থকদের যা যা প্রশ্ন রয়েছে, তা তাঁরা করতে পারেন। রাজ্য সম্পাদক মহঃ সেলিম সে সকল প্রশ্নের জবাব দেবেন।
বিভিন্ন প্রশ্নের জবাবে সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম বলেন, ‘‘এখনও আসন সমঝোতা নিয়ে বাম দলগুলির মধ্যেও কোনও আলোচনা হয়নি। কংগ্রেস, আইএসএফ (ISF)সকলের সঙ্গেই পুজোর পর আলোচনা হবে।’’ মহঃ সেলিমের স্পষ্ট বক্তব্য — কংগ্রেস এবং আইএসএফ (ISF) কে নিয়েই তাঁরা লোকসভা ভোটে লড়তে চান। সেখানে I.N.D.I.A জোটের শরিক তৃণমূলের কোনও স্থান নেই। তাঁর কথায়, ‘‘বিজেপি-বিরোধী ব্লক I.N.D.I.A জোটের এমন কিছু দল রয়েছে, যারা ফাইভ স্টার হোটেলে মিটিং করতে পছন্দ করে। কিন্তু রাস্তার আন্দোলনে নামতে চায় না। আমাদের মত, বিজেপির বিরুদ্ধে জনমত গড়তে হলে তা রাস্তায় নেমেই করতে হবে।’’
I.N.D.I.A জোটের সমন্বয় কমিটির ১৪ নম্বর সদস্যের জায়গাটি সিপিএমের(CPM) জন্য খালি রাখা হয়েছিল। কিন্তু দলের পলিটব্যুরো স্পষ্ট জানিয়ে দিয়েছে,তৃণমূলের সাথে কোনও সাংগঠনিক কাঠামোয় তারা যাবে না। আরও বলেছে, লোকসভা ভোটে আসন সমঝোতা হবে রাজ্যের ‘বাস্তবতা’র ভিত্তিতে, কেন্দ্রীয় ভাবে নয়।