মমতার দূর্নীতি প্রসঙ্গে দ্বিমত সীতারাম- সেলিমের !
মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিকে আক্রমণ করতে গিয়ে CPM এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম যতটা সরব , ঠিক ততটাই নীরব দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। শনিবার দুই সুরে বাজলো সিপিএম এর এই দুই নেতা ।
শুক্রবার থেকে CPM এর হাওড়া জেলা দফতরে শুরু হয়েছে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন। রবিবার শেষ হবে । শনিবার অধিবেশনের দ্বিতীয় দিনে সাংবাদিক বৈঠক করেন সীতারাম ইয়েচুরি ও মহঃ সেলিম। সেলিম সেই বৈঠকে মমতাকে চড়া সুরে আক্রমণ করেন,সেখানে সীতারাম ইয়েচুরি কোনও ভাবেই মমতাকে সরাসরি আক্রমণ করেননি । শুধু বলেছেন,মমতার দুর্নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে !
উল্লেখ্য , যে কোনও চুরি দুর্নীতিতে তৃণমূলের নেতাদের নাম জড়ালেই রাজ্য CPM এর নেতারা সরাসরি নিশানা করেন পিসি ভাইপোকে । রেশন চুরিতে অভিযোগে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শুক্রবার বলেছেন, ‘‘বিজেপি আমাকে ফাঁসিয়েছে। মমতা, অভিষেক সব জানেন।’’ তার পর থেকেই রাজ্য CPM এর নেতারা বলতে শুরু করেছেন, ‘জ্যোতিপ্রিয় তো বলে দিচ্ছেন কোন দু’জন সব জানেন। আমরা তো প্রথম থেকেই বলছি মাথা ধরতে হবে।’’
কিন্তু ইয়েচুরি সে পথে হাঁটলেন না। জবাবে সিপিএম সাধারণ সম্পাদক বলেন, ‘‘আমি ইডির কেউ নই যে তদন্ত করছি । আমার মত এখানে প্রাসঙ্গিকই নয়।’’ এর পর পরেই মহঃ সেলিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘খাদ্যমন্ত্রী যখন নাম বলছেন তখন পিসি-ভাইপোকে জেরা করা উচিত ।’’
CPM এর সাংবাদিক বৈঠকের শুরুতে হালকা মেজাজেই সিপিএমের সাধারণ সম্পাদক ইয়েচুরি বলেন, ‘‘এই রকম প্রচার চলছে, আমি নরম আর সেলিম চরম । আজ আমরা দু’জনে একসাথে বসেছি।’’ কিন্তু সাংবাদিক বৈঠকে দুই নেতা গাইলেন দুই সুরে।