২০২৪ এর লোকসভা ভোটে মমতাকে ‘সাসপেন্ড’ করতে জনগণকে আহ্বান শুভেন্দুর।
ধর্মতলার হাইভোল্টেজ জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকসভা ভোটে সাসপেন্ড করার ডাক দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । প্রসঙ্গত, বিধানসভা থেকে শাসক দল চক্রান্ত করে চলতি অধিবেশনে সাসপেন্ড করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।
শাসকদল তৃণমূলের দুর্নীতি এবং লাগামছাড়া সন্ত্রাসের বিভিন্ন ঘটনা নিয়ে বিধানসভা থেকে আরম্ভ করে রাজ্যের বিভিন্ন জনসভাতে সরব হতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) । এবার অমিত শাহের ধর্মতলার জনসভায়, আগামী লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে (MAMTA BANERJEE )সাসপেন্ড করার ডাক দিলেন।
এদিন নিজের বক্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ( Amit Shah), শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে সাসপেন্ডের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, মমতা দিদি আপনি শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে সাসপেন্ড করেছেন কিন্তু বাংলার জনগণের আওয়াজকে আটকাতে পারবেন না।এদিকে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেছেন যে তৃণমূলের লোকজনেরাই তাঁকে জানিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে কাল সকালেই এই সাসপেন্ডের চক্রান্ত করা হয়
ধর্মতলায় বিজেপির এই হাইভোল্টেজ জনসভাকে সফল করতে গত কয়েক দিনে রাজ্যর বিভিন্ন জায়গায় চষে বেরিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । বিভিন্ন জনসভায় ভাষণ ও স্লোগান দিতে দিতে তাঁর গলাও ভেঙে গিয়েছে। এদিন সেই ভাঙা গলাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন । নিজের সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত কর্মীদের স্লোগানও দিতে দিতে বলেন চোর ধরো জেল ভরো ।
উল্লেখ্য সভার অনুমতি প্রথমে দেয়নি পুলিশ। এরপর গেরুয়া শিবিরকে যেতে হয় উচ্চ আদালতে। এদিন সেই প্রসঙ্গও উঠে আসে শুভেন্দু অধিকারীর ভাষণে। তিনি বলেন, দুই বার হাইকোর্টে যেতে হয়েছে। তারপর এখানে সভা হয়েছে। বিজেপি পরিবর্তন আনবেই বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে যেতে হবে।
শুভেন্দু অধিকারী এদিন আরও বলেন, বাংলা থেকে চোরের রানিকে উৎখাত করবেন অমিত শাহ। পুলিশের শত বাধা উপেক্ষা করে লক্ষ মানুষের জমায়েত হয়েছে।এজন্য উপস্থিত সকল মানুষকে প্রণাম জানান শুভেন্দু অধিকারী।