সিপিএমের বরিষ্ঠ নেতাদের দরকার আমার ! যোগাযোগের আহবান শুভেন্দুর !
হাই কোর্টের অনুমতি নিয়ে খেজুরির সভা থেকে সিপিএমকে(CPM) বার্তা শুভেন্দু অধিকারীর। সিপিএমের অনেক বরিষ্ঠ নেতাই বাড়িতে বসে রয়েছেন। অনেকেই তাঁর সঙ্গে কথা বলেছেন বলে দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটের আগে সিপিএমের প্রবীণ নেতাদের মাঠে নামাবেন তিনি। এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা।
খেজুরির সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, সেদিন যদি আমি না থাকতাম তাহলে সিপিএম (CPM) এদের উত্খাত করে দিত। এখন এদের প্রয়োজন আছে। সিপিএমের অনেক বরিষ্ঠ নেতা বাড়িতে বসে আছেন। তাদের সঙ্গে আমার কথা হয়েছে। কয়েকটি ব্লকের সেইসব নেতারা আমার সঙ্গে কথা বলেছেন। লোকসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষে ওইসব নেতাদের মাঠে নামতে চেয়েছেন।
শুভেন্দুর ওই মন্তব্য নিয়ে সিপিএম (CPM) নেতা সুজন চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গকে রক্ষা করতে গেলে বিজেপি ও তৃণমূলের উভয়ের বিরুদ্ধে লড়তে হবে। গত ১২ বছর শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারের পরও লালঝান্ডা তারা তুলে রেখেছেন। শুভেন্দু বা মমতার সুবিধে দেখার জন্য তারা অপেক্ষা করে নেই। শুভেন্দু বরং নিজের ঘর সামলাক। ওদের কেউ কেউ তৃণমূলে চলে যাচ্ছে । নিজের ঘর উনি ঠিক রাখতে পারছেন না। সেটা আগে উনি দেখুন। বামপন্থীদের দিকে তাকানোর কোনও যোগ্যতা ওদের এখনও হয়নি।। তবে লোকসভা নির্বাচনের আগে তাঁর ওই দাবিতে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।