‘শুধরে যান,না হলে জনতা বেছে বেছে সাফ করে দেবে’, জিতেই কংগ্রেসকে ‘কড়া বার্তা’ মোদীর!
৫ রাজ্যের মধ্যে তিন রাজ্যেই ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। সেই ফল প্রায় স্পষ্ট হতেই দিল্লির সদর দফতর থেকে ৩ রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ফের ব্র্যান্ড মোদীর গেরুয়া ঝড়! নমো ম্যাজিকেই বাজিমাত! রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ভোট বৈতরণী পার হয়ে রীতিমতো ফুটছে গেরুয়া শিবির। তেলেঙ্গানা সান্ত্বনা দিলেও লোকসভার ‘সেমিফাইনালে’ বিজেপির পারফরম্যান্সে বিরোধীদের কপালে আরও গভীর হয়েছে চিন্তার ভাঁজ।
রবিবার ফল প্রায় স্পষ্ট হতেই বিজেপির সদর দপ্তরে আসেন মোদি। পৌঁছে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ অনেকেই। তার আগে দিল্লিতে বিজেপি দপ্তরের সামনে গেরুয়া কর্মী এবং সমর্থকেরা ভিড় জমান। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে চান তাঁরা। এদিন দিল্লি থেকে তিন রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলীয় কর্মীদেরও অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান তিনি।
মোদী তার বক্তব্যে অভিযোগ করেন , চার রাজ্যে বিধানসভা ভোটে জাতি এবং সম্প্রদায়ের মধ্যে ভাগাভাগির চেষ্টা করেছিল বিরোধীরা। তিনি তা হতে দেননি।
মোদীর দাবি, নারীশক্তির জয়জয়করা হয়েছে তাঁর জমানায়। উন্নয়ন হয়েছে সর্বত্র। মহিলারা আশীর্বাদ করেছেন। দেশের সব মা-বোনকে বলছি, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা ১০০ শতাংশ পূরণ করব। এটা আমার গ্যারান্টি।
মোদী আরও বলেন, আমি কখনও বড় বড় কথা বলি না। বড় বড় প্রতিশ্রুতি দিই না। ছত্তীসগঢ়ে গিয়ে মানুষকে বলেছিলাম, আমি আপনাদের কাছে কিছু চাইতে আসিনি। সরকার গঠন হবে, আপনাদের আমন্ত্রণ করতে এসেছি।
দুর্নীতি নিয়ে বলতে গিয়ে মোদী বলেন, দুর্নীতির বিরুদ্ধে বিজেপির লড়াইয়ে প্রচুর জনসমর্থন মিলছে। ভোটাররা জানান দিচ্ছে , দুর্নীতিগ্রস্তদের পাশে তাঁরা নেই। কেন্দ্রীয় এজেন্সিজদের যাঁরা দুর্নাম করেন, তাঁদের পাশে মানুষ নেই।
প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতের মানুষ স্থায়ী সরকার চান। স্থায়িত্ব চান সবাই। ভারতের কোনও নাগরিক আমাদের উন্নয়নযাত্রায় পিছিয়ে পড়বেন না। সবার জন্য সরকার। সবার জন্য উন্নয়ন। কেউ কেউ বলছেন, আজকের এই জয়ের হ্যাটট্রিক হল ২০২৪ সালের লোকসভা ভোটের জয়ের গ্যারান্টি।
দেশের সেবা করার জন্য রাষ্ট্রসেবা করতে হয়। অহংকার, নিরাশা, নেতিবাচক— হেডলাইন দেয় সংবাদমাধ্যমকে। জনতার মনে স্থান দেয় না। নতুন কোনও প্রকল্প হলে, গরিবের জন্য বাড়ি তৈরি করলে কংগ্রেস এবং তার সঙ্গীরা ব্যঙ্গ করে। আপনারা শুধরে যান। জনতা নাহলে আপনাদের বেছে বেছে সাফ করে দেবে জনগণ ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরো বক্তৃতা দেখতে ভিডিওটি দেখুন